নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! পাওয়া গেল কুন্তলের অতি প্রভাবশালী ‘কাকু’র খোঁজ

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ইডির দাবি, ইতিমধ্যেই দুর্নীতির মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুন্তলের যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে শুধু পার্থবাবুই নয়, যুবনেতার সাথে এক ‘অতি প্রভাবশালী’ (Influential Man) ব্যক্তির যোগ ছিল বলেও ডাইরেক্টরেট সূত্রে খবর।

কে সেই প্রভাবশালী ব্যক্তি? ইডির দাবি, কুন্তল তাকে নানা সময়ে বিভিন্ন জনের কাছে ‘কাকু’ বলে সম্বোধন করে নিজের যোগাযোগের গুরুত্ব বোঝাতেও ইঙ্গিত করতেন। তদন্তকারীদের অভিযোগ, পার্থ ছাড়াও যুবনেতার মাথায় ‘হাইলি ইনফ্লুয়েন্সিয়াল’ এক ব্যক্তির হাত ছিল, যার সাহায্যেই কুন্তল এই বিপুল পরিমান দুর্নীতি নির্দ্বিধায় চালিয়ে যেতে পেরেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আদালতে যে নথিতে পার্থের সঙ্গে কুন্তলের যোগসূত্রের কথা উল্লেখ করেছে তার ১৯ নম্বর অনুচ্ছেদের পাঁচ ও ছয়ের পাতায় তদন্তকারী অফিসাররা দাবি করেছেন নিজের জন্য কমিশন বাবদ অর্থ রেখে নিয়োগ দুর্নীতির গোটা টাকাটাই ওই ‘অতি প্রভাবশালী’ ব্যক্তির কাছেই পৌঁছে দিতেন যুবনেতা।

ইডির দাবি, অযোগ্য প্রার্থীদের চাকরির প্রতিশ্রুতি দেওয়ার দেওয়ার সময় কুন্তল বলতেন, ‘কালীঘাট ও কাকুর সঙ্গে কথা হয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই।’ সংশ্লিষ্ট সংস্থা সূত্রেই দাবি, দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল ও তাপসকে জেরায় জানা যায়, কুন্তলের ‘কাকু’ রাজ্যের এক প্রভাবশালী শীর্ষ নেতার সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO)।

kuntal ghosh

ইতিমধ্যেই সেই ‘কাকু’-র বিরুদ্ধে কিছু দুর্নীতির মামলার তদন্তে নেমেছে সিবিআই ও ইডি। তাই সহজেই ওই ‘কাকু’-কে চিহ্নিত করা গিয়েছে বলে খবর। অন্যদিকে গতকাল জেরায় মানিক ঘনিষ্ট তাপস মণ্ডল বলেন, ‘‘আমাকেও একাধিক বার কালীঘাট ও কাকুর কথা বলেছেন কুন্তল। পরে আমিও কাকুর খোঁজ নিয়ে দেখেছি, তদন্তকারীরা ঠিক ব্যক্তিকেই কাকু বলে শনাক্ত করেছেন।’’

তদন্তকারী অফিসারদের দাবি, নিজের জন্য কমিশন রেখে পার্থর পাশাপাশি ওই ‘কাকু’-কে বিপুল পরিমান টাকা পৌঁছে দিয়েছেন কুন্তল। টাকার অংশ পেয়েছেন কিছু যুব নেতানেত্রীও। ইডির অভিযোগ, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্য দিকে এই প্রভাবশালী ‘কাকু’-র মধ্যে ভারসাম্য বজায় রেখেই দিন দিন নিজের উন্নতি সাধন করেছিলেন যুবনেতা কুন্তল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর