সারদা মামলার তদন্তে ED! বড়সড় ইঙ্গিত শুভেন্দুর; পাল্টা ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন TMC-র

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লা পাচার কাণ্ড, আর এর মাঝেই রয়েছে সারদা-নারদা মামলা; একের পর এক দুর্নীতি ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। এই সকল ইসুকে কেন্দ্র করে তৃণমূল (Trinamool Congress) সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিজেপি (BJP)। বিশেষত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একের পর এক বিতর্কিত মন্তব্য পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত করে তুলেছে। সেই তালিকায় এবার যুক্ত হল সারদা (Saradha Scam) মামলা।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং গরু ও কয়লা পাচার মামলায় জেল হেফাজতে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীরা। শুধু তাই নয়, বঞ্চিত চাকরী প্রার্থী এবং বিরোধী নেতাকর্মীদের বিরোধিতায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই পরিস্থিতিতে সম্প্রতি শুভেন্দু অধিকারী জানান, “গরু পাচার মামলায় কোন এক প্রভাবশালী জড়িত রয়েছেন।” যদিও তার নাম প্রসঙ্গে বিশেষ কোনো মন্তব্য করেন নি শুভেন্দু আর এর মাঝেই সারদা মামলায় ইডির অন্তর্ভুক্তি নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন বিজেপি নেতা।

গতকাল নন্দীগ্রামের রামনগর এলাকায় একটি দলীয় কর্মসূচিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। বক্তৃতা দিতে উঠে তিনি বলেন, “অপার সিন্ডিকেট ধরা পরার পর পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে রয়েছেন। কেষ্ট তিহাড় জেলের পথে। সবে সকাল। ইডি আরো সক্রিয় হয়ে চলেছে, এমন খবর সামনে আসছে। ছবি বিক্রিটাও ইডি সামনে আসবে।”

এক্ষেত্রে ছবি বিক্রি প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্যে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপট। বলে রাখা ভালো, অতীতে সারদা মামলায় প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন একাধিকবার দাবি করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি তিনি ক্রয় করেছিলেন। এই পরিস্থিতিতে সারদা মামলার সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগসূত্র নিয়েই শুভেন্দু এহেন মন্তব্য করেছেন কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Untitled design 2022 08 26T144504.148

আবার অপরদিকে, বিরোধী দলনেতার এহেন মন্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এক্ষেত্রে অতীতে তারা একাধিকবার দাবি করে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তার পিছনে বিজেপির মদত রয়েছে। সেই সূত্র ধরেই এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দুর বক্তব্যে উঠে আসা মামলাটি ২০১৩ সালের। এত বছর পর এই মামলাটির ভবিষ্যৎ কি হবে, তা যদি বিজেপি নেতার মুখে শোনা যায়, তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। আমরা এদের নিরপেক্ষতা নিয়ে বারংবার দাবি তুলেছি আর বর্তমানে শুভেন্দু অধিকারীর মন্তব্য সেই নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর