চিটফান্ডকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থীকে সমন পাঠাল ইডি! চাপে কালীঘাট

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে জোড়াসাঁকোর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তাকে সমন পাঠাল ইডি। চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূলে প্রার্থীকে সমন পাঠানো হয়েছে। আগামী সোমবার বিবেক গুপ্তাকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফ থেকে। কয়লা পাচার, গরু পাচার, বিদেশে টাকা পাচার সমেত একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে।

vivek gupta

দু’দিন আগে কয়লাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা বিনয় মিশ্রর ভাই বিবেক মিশ্রকে দিল্লী থেকে গ্রেফতার করে ইডি। যদিও বিনয় মিশ্রর এখনও কোনও খোঁজ পায়নি তদন্তকারী সংস্থা। কয়লাকাণ্ডে গোয়েন্দা সংস্থারা তদন্তে নামার পর থেকেই উধাও বিনয় মিশ্র। আরেকদিকে, চিটফান্ড কাণ্ডে তৃণমূলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাদের সমন পাঠানো হয়েছে গোয়েন্দা সংস্থার তরফ থেকে।

তৃণমূল নেতা মদন মিত্র, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সমন পাঠানো হয়েছে। আর এবার ভোটের মুখে তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তাকে চিটফান্ডকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইডির সমনের পর অস্বস্তির মেঘ দেখা গিয়েছে কালিঘাটে।


Koushik Dutta

সম্পর্কিত খবর