বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) থেকে শুরু করে প্রাথমিক টেট (Primary Tet) এবং গ্রুপ সি, গ্রুপ ডি-র মতো নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বাংলার বিভিন্ন প্রান্তে বর্তমানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে এসে চলেছে। এ ঘটনার দরুণ নাম জড়িয়েছে শাসকদলের বহু নেতা নেত্রীর। সম্প্রতি এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এছাড়াও অন্যান্য একাধিক দুর্নীতি মামলায় তদন্ত করে চলেছে ইডি। তবে বর্তমানে দুর্নীতি মামলার তদন্তভার যাদের ওপর, সেই ইডির এক কর্তার বিরুদ্ধে এবার বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠল গোটা বাংলা। ইতিমধ্যেই ওই ইডি কর্তাকে জেরা করতে চেয়ে চিঠি প্রদান করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
উল্লেখ্য, সম্প্রতি বাংলায় চাকরি দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে ইডি। আর্থিক প্রতারণার পাশাপাশি লেনদেন সংক্রান্ত দুর্নীতির বিষয়টি খতিয়ে দিচ্ছে তারা। এই প্রসঙ্গে কয়েকদিন পূর্বে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এবার যেন ঠিক উলট পুরাণের সাক্ষী থাকলো বঙ্গবাসী। যে ইডির ওপর ভরসা করে আশা দেখে চলেছে সকলে, তাদেরই এক কর্তার বিরুদ্ধে বর্তমানে বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ উঠলো।
বর্তমানে সুবোধ কুমার নামে ইডির ওই ডেপুটি ডিরেক্টর উড়িষ্যায় কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ সামনে আসতেই তাকে জেরা করার জন্য তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, আজ উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। এক্ষেত্রে সুবোধ কুমারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক তথ্য সামনে আসবে বলে অনুমান পুলিশের।