নিয়োগ কেলেঙ্কারিতে কোমর বাঁধল তদন্তকারীরা, এবার যা পদক্ষেপ নিল ED! ঘুম উড়বে দুর্নীতিবাজদের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তোলপাড় রাজ্যে। তদন্ত চলছে, তবে ফল কী মিলছে? বারংবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। গত সোমবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নবাণে উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সংস্থার সমস্ত ডিরেক্টরের সম্পত্তির বিবরণ নিয়ে আদালতে জমা দেওয়া ইডির রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা (Justice Amrita Sinha)। লিপস অ্যান্ড বাউন্ডসের জমা দেওয়া সম্পত্তির বিবরণ সম্পর্কিত রিপোর্ট দেখে বেশ সন্দেহ প্রকাশ করেন বিচারপতি।

ইডিকে তুমুল ভর্ৎসনা করেন বিচারপতি। ইডির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে (IO of ED Mithilesh Mishra) বিচারপতি বলেন, “আপনার কি এই ধরনের তদন্ত করার জন্য প্রশিক্ষণ রয়েছে? আরও অফিসার চাই? নাকি অব্যহতি চাইছেন!

প্রশ্নের মুখে পড়ে ইডির আইনজীবী জানিয়েছিলেন, এই বিষয়ে ইডির ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে হাইকোর্টকে জানাবেন। এরপর শুক্রবার রিপোর্ট দিয়ে ইডি জানায় বর্তমানে দুর্নীতি সংক্রান্ত মোট ১৩১ সংক্রান্ত মামলার তদন্ত চলছে। আর তদন্তকারী অফিসারের সংখ্যা মাত্র ৬। ওপরে আরও ৪ জন অফিসার রয়েছেন।

যার অর্থ হল একজন তদন্তকারী অফিসার একা ২২টি মামলার দায়িত্বে রয়েছেন। ইডি এও জানায় আগামী ১০ অক্টোবরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে দিল্লি থেকে আরও অফিসার আসছেন। একবার তারা এই কাজে নিযুক্ত হলে রিপোর্ট পেশ করে জানানো হবে। এই সময়টুকুর জন্য আদালতের কাছে ইডি আবেদন জানায়। তদন্তে কোনও গাফিলতি হচ্ছেনা বলেও আদালতে জানায় ইডি।

আরও পড়ুন: একা রক্ষা নেই হাজির দুই নিম্নচাপ! ঘোর বিপর্যয়ের মুখে দক্ষিণবঙ্গ, একটু পরই শুরু হবে ঝড়-বৃষ্টির তাণ্ডব

high court

তবে সূত্র মারফত খবর বিচারপতির প্রশ্নে হয়তো কিছুতেই ঘাবড়ে গিয়েছিলেন ইডির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্র। এরপরই বিচারপতি বলেন, ” এখানে নার্ভাস হওয়ার কোনও ব্যাপার নেই। এই ধরনের তদন্তের জন্য যে আত্মবিশ্বাসের প্রয়োজন তা ওনার মধ্যে নেই।”

এরপরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির (ED) সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দেন বিচারপতি সিনহা। রাজ্যের কোনও মামলায় মিথিলেশকুমার মিশ্রকে নিযুক্ত করা যাবে না। তাকে সরিয়ে দিয়ে নির্দেশ দেন বিচারপতি।

পাশাপাশি যত দ্রুত সম্ভব নতুন অফিসার নিয়োগ করার জন্য ইডির ডিরেক্টরকে নির্দেশ বিচারপতি সিনহার। আগামী ৩ অক্টোবর অভিষেক মামলার তদন্ত নিয়েও উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করার নির্দেশ দেন বিচারপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর