এবার মমতার পাড়ায় ED! কোটি কোটি টাকা লেনদেনের হদিশ পেয়ে ভবানীপুরে তল্লাশি

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকমাস ধরে রাজ্যের একের পর এক জায়গায় হানা দিয়ে চলেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (ED)। সেই ধারা বজায় রেখেই মঙ্গলবার সাত সকালে ফের কলকাতায় হানা দিল ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন ৫৬ শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে পৌঁছয় ডিরেক্টরেট।

সূত্রের খবর, মোবাইল অ্যাপ গেম (Online Gaming App Fraud) তদন্তে ইডির এই হানা। এদিন সকাল সতাটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের হন ইডি আধিকারিকরা। এরপর সাড়ে সাতটা নাগাদ তারা পৌঁছে যান ভবানীপুরে (Bhawanipore)। সেখানে অনেকের অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হতো বলে দাবি ইডির।

ইডির আরও দাবি, এই অ্যাকাউন্ট গুলির মাধ্যমে বিপুল টাকা লেনদেন করা হয়েছে। সেই সূত্র ধরেছে এদিন সকাল থেকেই ভবানীপুরে অঙ্কিত সাহু নামে একজনের বাড়িতে হানা দিয়েছে ইডি। এখনও চলছে তল্লাশি। ই-নাগেটস গেমিং অ্যাপের নামে অঙ্কিতের অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সিতে লেনদেনের হদিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি।

প্রসঙ্গত, ইডি সূত্রে খবর গত বছর গার্ডেন রিচে আমির খানের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধারের ঘটনার পর তার সূত্র ধরেই এই খবর সামনে এসেছে। সেই মতই আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি। জানিয়ে রাখি, এই অঙ্কিত শা-এর বাড়িতে এর আগে ২০ তারিখ গিয়েছিল ইডি। পাশাপাশি পাড়ার আরও এক যুবকের রোহনের ফোনের ওপরও নজর ছিল তদন্তকারীদের।

ed at bhawanipore

আমির খানের বাড়ি থেকে ১৩ কোটি টাকার ক্রিপ্টো কারেন্সিও উদ্ধার হয়েছিল গত বছরের। সেই টাকার লেনেদেনই উঠে এসেছে অঙ্কিতের নাম। তবে অঙ্কিত একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে। ইডির ধারণা এই অঙ্কিতের মত ছেলেদের অ্যাকাউন্ট ভাড়া করেই ক্রিপ্টোকারেন্সির লেনদেন চলত। সে কারণে বর্তমানে অঙ্কিতকে জেরা করে রহস্যের কিনারা করতে চাইছে ইডি। পাশাপাশি, ইডি এদিন অঙ্কিতদের ব্যাঙ্কের নথি থেকে অন্যান্য তথ্য দেখতে চাইতে পারে বলেও সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর