খাস কলকাতায় ফের ED হানা, চলছে ম্যারাথন তল্লাশি, নজরে এই ৪ ব্যক্তি

বাংলা হান্ট ডেস্কঃ শনিবারের সকালের ফের বাংলায় ইডি হানা (ED Raid)। সূত্রের খবর এদিন খাস কলকাতায় ব্যবসায়ীর হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (Enforcement Directorates)। এক বা দুজন নয়, একসঙ্গে চার ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সাথে মজুত রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী।

জানা যাচ্ছে আলিপুর, যাদবপুর, লেকটাউন-সহ শহরের মোট আট জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তেই এই অভিযান। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি।

ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে সিঙ্গাপুর-যোগ রয়েছে। প্রাথমিক ভাবে তদন্তে এমনই অভিযোগ উঠে এসেছে বলে দাবি গোয়েন্দাদের। প্রসঙ্গত এর আগে এই প্রতারণা ও আর্থিক তছরুপ মামলার তদন্ত করেছিল সিবিআই। আদালতে চার্জশিটও জমা পড়েছিল। এবার সেই মামলাতেই তল্লাশি-অভিযানে নামলে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

ed raid

আরও পড়ুন: জমি দখল করছেন TMC বিধায়ক হুমায়ুন কবীর! পুলিশি রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি, এল বড় নির্দেশ

প্রসঙ্গত, ভোটের সময় কিছুটা শান্ত থাকলেও ভোট মিটতেই বিভিন্ন মামলায় রাজ্য জুড়ে ফের সক্রিয় ইডি-সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি। গত তিন দিন ধরে রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে তল্লাশি চালাচ্ছিল সিবিআই। অবশেষে শুক্রবার দুপুরে বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করে বেরিয়ে যান গোয়েন্দারা। আর সেই ঘটনার রেশ কাটতেই না কাটতেই ফের ইডি হানা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর