বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির রহস্যভেদ করতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই এবার রাজ্যের আরেক মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি (Enforcement Directorate’s)। শুক্রবার সাতসকালে দমকল মন্ত্রী সুজিত বসুর (Minister Sujit Boses) বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। লেকটাউনে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডির একটি টিম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্ত্রীর বাড়িতে ঢোকেন গোয়েন্দারা। মজুত রয়েছে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। দমকল মন্ত্রীর শ্রীভূমির দুটি বাড়িতেই হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় (municipality recruitment scam) রাজ্যের এই মন্ত্রীর (State Minister) বাড়িতে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযান। তবে জানা যাচ্ছে এদিনও তদন্তে গিয়ে খানিক বাধা পেতে হয় ইডি আধিকারিকদের। দমকল মন্ত্রীর বাড়িতে পৌঁছে ইডি আধিকারিকরা একাধিকবার কলিং বেল বাজালেও প্রথমে কেউ সাড়া দেয় নি। পরে একজনের গলার আওয়াজ শোনা যায়। যদিও সেই ব্যক্তি দরজা খুলতে চাইছিলেন না। পরে অবশ্য দরজা খুলে দেন।
উল্লেখ্য, এর আগে গতবছর আগস্ট মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় বসু-কে সিবিআই তলব করেছিল বলে জানা গিয়েছিল। অগাস্ট এর ৩১ তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজামে ডাকা হয়েছিল বলেও সেই সময় খবর মিলেছিল। জানা গিয়েছে পুর দুর্নীতির সময় দক্ষিণ দমদম পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ওদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে মন্ত্রীর।
জানিয়ে রাখি, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে। পুরসভায় নিয়োগ দুর্নীতির খোঁজ মিলতেই আলাদা মামলা দায়ের করে একজোটে তদন্তে নামে সিবিআই, ইডি। ওদিকে এই পদক্ষেপের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেখানে সুরাহা না পেলে পরে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার।
আরও পড়ুন: আজই চরম বদলে যাবে আবহাওয়া! তুমুল শীতে কাঁপবে দক্ষিণবঙ্গের ৬ জেলা: আবহাওয়ার খবর
তবে রাজ্যের আবেদন খারিজ করে শীর্ষ আদালতের (Supreme Court) স্পষ্ট নির্দেশ দেয়, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা নয়। একজোটে এই মামলায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। সুপ্রিম কোর্টের থেকে সবুজ সংকেত মেলার পরই কোমর বেঁধে ময়দানে নামে সিবিআই। এর আগে গত অক্টোবর মাসে মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গত হানা দিয়েছিল সিবিআই। আর এবার ইডির স্ক্যানারে মন্ত্রী সুজিত বসু।