কুন্তল নাম তুলতেই ‘প্রভাবশালী’ বিভাসের ফ্ল্যাটে ED হানা! ঘন্টার পর ঘন্টা চলল ম্যারাথন তল্লাশি

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জোয়ারে ভাসছে রাজ্য। একের পর এক নতুন নাম জুড়ছে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তালিকায়। গত কয়েকদিন ধরে শিক্ষক কেলেঙ্কারিতে নাম উঠে এসেছে আরও এক প্রভাবশালীর। বীরভূমের (Birbhum) নলহাটির বাসিন্দা বিভাস অধিকারীর (Bivash Adhikari)। লাইমলাইটের কেন্দ্রবিন্দু এখন তিনিই।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ ও গোপাল দলপতি এই দুজনের মুখেই শোনা গিয়েছে বিভাস অধিকারী প্রসঙ্গ। এরপরই বিভাসের কার্তিক বোস স্ট্রিটের চারতলা ফ্ল্যাট সিল করে দেয় ইডি (ED)। দীর্ঘ চারমাস পর গতকাল রাতে সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী দল। আগে জানিয়েছিল, বিভাস অধিকারী ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’-এর সভাপতি ছিলেন। ওই অ্যাসোসিয়েশনেরই অফিস এই ফ্ল্যাট বলে সূত্রের খবর।

   

কিছুদিন আগে কুন্তল দাবি করেন, নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ ছিল বিভাসের। তিনি নাকি তাপস মণ্ডলের মতই এক জন। তবে অনুব্রত গড় বীরভূমের নলহাটির বাসিন্দা বিভাস অধিকারীর বিভাসের, কোনও দুর্নীতিতেই তিনি যুক্ত নন। কুন্তল ও গোপাল কাউকে চেনেন না বলেও জানান তিনি।

রাজনীতির আঙিনাতেও সক্রিয় যোগ রয়েছে তার। নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন তিনি। সূত্রের খবর, বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে সরে এসেছেন। পাশাপাশি “আমি কোনও সক্রিয় রাজনীতি করি না” বলে দাবি করেন তৃণমূলের বিভাস। এই বিভাসের সঙ্গেই মানিক ভট্টাচার্যের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন গোপাল দলপতি। সূত্র মারফত আরও জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘গুরুভাই’ এই বিভাসই।

এসবের উর্দ্ধে বিভাসের সম্পত্তি নিয়ে চর্চা কম হচ্ছেনা। বিএড কলেজ থেকে শুরু করে আশ্রম অফিস, কী নেই তার। ইডি সূত্রে জানা গিয়েছিল, বিভাস একটি বিএড কলেজ চালাতেন। সেখানে মোটা টাকার বিনিময়ে পড়ুয়ারা ভর্তি হতেন। সেখানে পড়লেই চাকরিপ্রার্থীদের নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি মিলত। বিভাসের কার্তিক বোস লেনের ফ্ল্যাটটির বাইরে একটি বোর্ডও লাগানো ছিল। সেখানে লেখা ছিল, ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’।

bivash

ইডির দাবি, নিয়োগ দুর্নীতির একাধিক লেনদেন এই ফ্ল্যাট থেকেই হয়েছে। এরপরই এই ফ্ল্যাটে হানা দেয় ইডি। নলহাটির কৃষ্ণপুর গ্রামে কয়েক একর জমির উপরে অনুকূল ঠাকুরের নামে বিশাল আশ্রম গড়েছেন বিভাস। রয়েছে একটি আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানাও। তার পাশে বিএড কলেজ। একটু দূরেই ডিএলএড কলেজ। তবুও বিভাসের দাবি, “পরিবারের জন্য কিছু করিনি। সবই আশ্রমের জন্য। ৩২ লক্ষ ভক্ত রয়েছেন। তাদের ভিক্ষায় অল্প অল্প করে আশ্রম।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর