পার্থ কাণ্ডের মধ্যেই অনুব্রতর ঘনিষ্ঠের বাড়িতে হানা ইডির, শোরগোল বীরভূমে

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা থেকে স্বাস্থ্য, একাধিক দুর্নীতি মামলায় বর্তমানে অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। এসএসসি (SSC) দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইতিমধ্যেই এই মামলায় পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তির সন্ধান চালাতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এর মাঝেই এদিন তৃণমূল কংগ্রেস হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেল ইডি। একইসঙ্গে আরো এক স্থানীয় তৃণমূল নেতার বাড়িতেও হানা দিয়েছে তারা।

এদিন বীরভূমে সিউড়ি এলাকায় অনুব্রত ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় ইডি অফিসাররা। সূত্রের খবর, টুডু মণ্ডল পেশায় একজন পাথর ব্যবসায়ী। আবার ইডির আরো একটি দল বাসাপাড়া এলাকায় স্থানীয় তৃণমূল নেতা কেরিম খানের বাড়িতে হানা দিয়েছে বলে খবর মিলছে। এক্ষেত্রে ইডির হাতে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা, সেটাই দেখার।

anubrata 7

উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরে কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একাধিকবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় অনুব্রতকে। এর মাঝেই সম্প্রতি গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একাধিক স্থান থেকে সায়গলের বহু সম্পত্তির খোঁজ মেলে। সূত্রের দাবি, সায়গল কাণ্ডে তদন্তের সময়ই টুডু মণ্ডল এবং কেরিমের নাম উঠে এসেছে ইডির হাতে। এক্ষেত্রে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি তদন্তের স্বার্থে উক্ত দুজনের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


Sayan Das

সম্পর্কিত খবর