একশন মুডে ED, এবার সাতসকালে হানা সঞ্জয় রাউতের বাড়িতে! তুলে নিয়ে যাওয়া হতে পারে শিবসেনা নেতাকে

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে ঘটে গিয়েছে বড়সড় রদবদল। বাণিজ্য নগরীর সরকারে উদ্ধব শিবিরের পতন ঘটে সেখানে সূচনা হয়েছে একনাথ শিন্ডে-বিজেপি যুগের। ঘরে এবং বাইরে ক্রমশই কোণঠাসা হয়ে পড়েছে উদ্ধব ঠাকরে (Uddhav Thakeray) এবং তাঁর সেনা। এর মাঝেই এদিন সকাল হতেই শিবসেনা (Shiv sena) নেতা তথা উদ্ধবের ‘বিশেষ’ সতীর্থ সঞ্জয় রাউতের (Sanjay Raut) বাড়িতে পৌঁছে গেল ইডি (ED)।

বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগে বিগত বেশ কয়েকদিন ধরেই সঞ্জয় রাউতের বিরুদ্ধে তদন্ত করে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এবার সরাসরি তাঁর বাড়িতে হানা দিল ইডি। এমনকি শিবসেনা নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডি দফতরে একবার হাজিরা দিলেও পরবর্তীতে বেশ কয়েক ক্ষেত্রে সমন এড়ান শিবসেনা নেতা। তবে শেষ পর্যন্ত এদিন অ্যাকশনে নামলো ইডি। সম্প্রতি, মুম্বইয়ের অন্তর্গত পত্র চউল নামে এক আবাসন প্রকল্পে আর্থিক দুর্নীতির দিকটি প্রথম সামনে উঠে আসে আর এ মামলাতেই নাম জড়ায় সঞ্জয় রাউতের। এক্ষেত্রে বড়সড় আর্থিক দুর্নীতির সন্দেহ প্রকাশ করে এ মাসের ১ তারিখ সর্বপ্রথম সমন পাঠানো হয় শিবসেনা নেতাকে।

ইডি সূত্রে খবর, ১ লা জুলাই ইডি অফিসে হাজিরা দেন সঞ্জয় এবং এর পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সব রকম সহায়তা করবেন বলে আশ্বাসও দেন তিনি। তবে পরবর্তী ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি বাস্তবের রূপ দেখেনি এবং এই মামলায় পরপর দুবার তলব করা হলেও তা এড়িয়ে যান শিবসেনার এই ‘প্রভাবশালী’ নেতা। কাজে ব্যস্ত থাকার জন্য তদন্তের মুখোমুখি হতে পারবেন না বলে জানিয়েও দেন তিনি।

4f9g0es sanjay raut pti

তবে এদিন অবশেষে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছে গেল ইডি। এক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, সে দিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর