বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য হাতে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। কয়েক মাস পূর্বে এই মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সূত্রের খবর অনুযায়ী, দুর্নীতি মামলায় জামাই কল্যাণময় ভট্টাচার্যের (Kalyanmoy Bhattacharya) মাধ্যমে ৫০ কোটি টাকা পাচার করেছিলেন পার্থ। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে পুনরায় একবার জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।
উল্লেখ্য, এসএসসি মামলায় সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে পার্থ-অর্পিতার নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মেলে।
শুধু তাই নয়, দুর্নীতি মামলায় সম্প্রতি তদন্তকারী সংস্থার নজরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে এবং জামাইয়ের নাম। এক্ষেত্রে তারা দুজনেই আমেরিকাতে থাকলেও এসএসসি এবং টেট সংক্রান্ত দুর্নীতি মামলায় তাদের যোগসূত্র রয়েছে বলেই দাবি করে ইডি। বর্তমানে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী টাকা পাচার কাণ্ডে যুক্ত ছিলেন কল্যাণময় ভট্টাচার্য।
এক্ষেত্রে দুর্নীতির মোট ৫০ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং পিংলার স্কুলের নামে ট্রাস্ট করার মাধ্যমে সরানো হয়েছিল। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ আসায় তা অমান্য করতে পারেননি জামাই কল্যাণময় ভট্টাচার্য। একইসঙ্গে বেশ কয়েক দফায় মোট ৫০ কোটি টাকা মামা কৃষ্ণচন্দ্র অধিকারীর মাধ্যমে পাচার করেন কল্যাণময়। এক্ষেত্রে পিংলা স্কুলের মাধ্যমে কালো টাকা সাদা করা হতো বলে খবর সামনে আসছে।
যদিও অপরদিকে এই বিপুল পরিমাণ অর্থ দুর্নীতির বলে জানতেন না বলে দাবি কল্যাণময় ভট্টাচার্য এবং কৃষ্ণচন্দ্র অধিকারীর। তবে এই দাবি মানতে নারাজ তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে জামাইকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে দুর্নীতি কাণ্ডে শ্বশুর তথা পার্থ চট্টোপাধ্যায়ের কতখানি ভূমিকা রয়েছে, সেই প্রসঙ্গে জানতে মরিয়া ইডি।