রক্তাক্ত হচ্ছে কবিগুরুর হৃদয়! বাংলায় শিক্ষা দুর্নীতি দেখে রবি ঠাকুরকে টানলেন ইডির আইনজীবী

বাংলাহান্ট ডেস্ক : আদালতে সওয়াল-জবাব চলার সময় এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করলেন ইডির (Enforcement Directorate) আইনজীবী। কিছুদিন আগেই আদালতে ইডির আইনজীবী দাবি করেন নিয়োগ কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোন আদতে সোনার খনি। শনিবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে অপর এক অভিযুক্ত অয়ন শীলকে পেশ করা হয় আদালতে। সেই সময় ইডির আইনজীবী এমন বক্তব্য রাখেন।

রবীন্দ্রনাথের পাশাপাশি ইডির আইনজীবী এদিন তোলেন কবিগুরুর কার্যক্ষেত্র বীরভূম জেলার নামও। তিনি বলেছেন, দুটি “সি”র জন্য এখন বিখ্যাত বীরভূম। একটি কোরাপশন ও অপরটি কাউ স্মাগলিং। এদিন ইডির আইনজীবী বলেন, বাংলায় নিয়োগ দুর্নীতি দেখে রক্তাক্ত হচ্ছে রবি ঠাকুরের হৃদয়! এমন বক্তব্যের পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় আদালতের অন্দরে।

রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইডি কেন্দ্রীয় সরকারের নির্দেশেই কাজ করছে। তাদের পক্ষ থেকে যে ভাষা আদালতে প্রয়োগ করা হচ্ছে তা শুধুমাত্র গ্যালারি শো। অর্থাৎ এসব বক্তব্য করা হচ্ছে শুধুমাত্র খবরে আসার জন্য। চেষ্টা করা হচ্ছে বাংলার সরকারের ক্ষতি করার। শাসক দল জানিয়েছে, প্রকৃত তদন্তে তাদের কোনও আপত্তি নেই।

calcutta highcourt

এদিন ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক এজেন্ট এর মাধ্যমে অয়ন শীলের কাছ থেকে অত্যন্ত এক প্রভাবশালী ব্যক্তির কাছে ধাপে ধাপে ২৬ কোটি টাকা পৌঁছেছে। যদিও ইডি সেই ব্যক্তির নাম আদালতে বলতে চায়নি। ইডির আইনজীবী জানিয়েছেন, কেস ডায়রিতে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইডির পক্ষ থেকে এদিন বলা হয়েছে, অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন ব্যক্তির নাম পাওয়া গেছে। এই ব্যক্তিদের নামও অবশ্য ইডি বলতে চায়নি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর