গ্রেফতার হওয়ার পর থেকে একই পোশাক ঘুরিয়ে ফিরিয়ে পরা! ‘অপা” কে পোশাক দিল আত্মীয়রা

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। আগামী ৩ রা আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তারা। তবে এই সময়কালে ‘পোশাক’ এবং ‘খাবার’ সমস্যায় ক্রমশ ভুগে চলেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়। একদিকে যখন খাবারে ‘অরুচি’ তাঁর তো আবার অপরদিকে, সীমিত পোশাকেই দিনের পর দিন কাটিয়ে চলেছেন পার্থ। এক্ষেত্রে ইডির তরফে অভিযুক্তকে নতুন পোশাক দেওয়ার ব্যাপারে বাধা থাকার কারণে সেই অস্বস্তি আরো দীর্ঘায়িত হবে বলেই মনে করা হচ্ছে।

গত ২৩ শে জুলাই ইডির হাতে গ্রেফতারের সময় পাঞ্জাবি পায়জামা এবং স্নিকার জুতো পড়ে রওনা দেন পার্থ। পরবর্তীতে তাঁর নিকট আত্মীয়র দ্বারা বেশ কয়েকটি পোশাক দিয়ে যাওয়া হলেও এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সেগুলি থেকে বঞ্চিত হন তিনি। পরবর্তীতে, পুনরায় একবার পোশাক দিয়ে যাওয়া হয়। তবে ইডি সূত্রের খবর, বর্তমানে সেই সীমিত পোশাকেই দিন কাটাচ্ছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী। এক্ষেত্রে একাধিক খাবারে ‘অরুচি’ থাকার কারণে বিশেষ কিছুই খেতে পারছেন না তিনি।

ইডির এক অফিসার জানান, “পোশাক ধুয়ে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এ ক্ষেত্রে নতুন কোন পোশাক দেওয়ার ব্যাপারে আইনি বাধা থাকার কারণে তা আমাদের পক্ষে সম্ভব নয়। কেবলমাত্র আইনজীবী এবং আত্মীয়ের তরফ থেকে পোশাক দিয়ে যাওয়া হলে তা পরীক্ষার মাধ্যমে আমরা অভিযুক্তর হাতে তুলে দিতে পারি।”বতিনি আরো জানান, “পার্থ চট্টোপাধ্যায় তেমন কিছুই খাচ্ছেন না। নিয়ম মেনে ওষুধ এবং খাবার দেওয়া হলেও বেশ কিছু খাবারে অরুচি রয়েছে তাঁর।”

অপরদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের খাবারে অবশ্য বিশেষ কোনো সমস্যা নেই বলেই জানা গিয়েছে। কিছু সময় ব্ল্যাক কফি কিংবা অন্যান্য খাবারের আবদার করলেও এক্ষেত্রে ইডির তরফ থেকে দেওয়া খাবারেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

Untitled design 88 2

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজনই এক প্রকার উধাও হয়ে গিয়েছে, যা বর্তমান রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে এসএসসি মামলায় দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে যেভাবে পার্থকে তৃণমূল কংগ্রেস দল থেকে থাকে বহিষ্কার করা হয়েছে, সেই কারণে স্বাভাবিকভাবেই তাঁর ধারেকাছে কেউ থাকতে চাইছেন না বলেই মনে করা হচ্ছে। ফলে পোশাক পৌঁছে দেওয়ার লোকেরও অভাব দেখা দিয়েছে। আগামী কয়েক দিনেও তাই সীমিত পোশাক এবং খাবার খেয়েই যে প্রাক্তন নেতার দিন কাটতে চলেছে, তা বলাবাহুল্য।


Sayan Das

সম্পর্কিত খবর