কলকাতায় ফের ED-র হানা, বাজেয়াপ্ত ১১৮ কোটি! বড়সড় তথ্য পেল তদন্তকারীরা

বাংলা হান্ট ডেস্ক : ফের রাজ্যে দুর্নীতির অভিযোগ। পাণ্ডে ব্রাদার্সের (Pandey Brothers) বিরুদ্ধে বেআইনি আর্থিক (Money Laundering) লেনদেনের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের স্থাবর, অস্থাবর সম্পত্তি মিলিয়ে আরও ১১৮ কোটি ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাচ্ছে, এই নিয়ে মোট ২৩৯ কোটি ২৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রথমে এই মামলার তদন্ত করছিল কলকাতা পুলিস। এবার এই মামলায় চার্জশিট জমা দিল ইডি। তাতে দাবি করা হয়, ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে টাকা তুলত পান্ডে ব্রাদার্স। তার পর সেই টাকা বিভিন্ন জায়গায় নয়ছয় করা হত। এখনও পর্যন্ত তিন জনের নামে চার্জশিট জমা করেছে ইডি। তবে আরও একাধিক ব্যক্তির নাম ইতিমধ্যেই জানা গিয়েছে। এর মধ্যে কার কী ভূমিকা, হাওয়ালার মাধ্যমে তারা কী ভাবে টাকা পাচার করত, এই সব খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

ed

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে শিবপুরের একটি বহুতলের গ্যারাজে গাড়ির ভিতর থেকে ২০ লক্ষ টাকা ও সোনার গয়না উদ্ধার হয়। এরপর মন্দিরতলায় পাণ্ডেদের ফ্ল্যাটে হানা দিয়ে, ৫ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিস। বক্স খাটের মধ্যে পাওয়া যায় খাজানার হদিশ! ঘটনার ১ সপ্তাহের মধ্যে ওড়িশা ও গুজরাত থেকে গ্রেফতার করা হয়, ব্যবসায়ী ও পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডে, তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত।

অভিযোগ, ক্রিপ্টোকারেন্সির শিক্ষা দেওয়ার জন্য জনসাধারণের কাছ থেকে বিপুল টাকা তোলেন পাণ্ডে ভাইরা। পাশাপাশি, কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন ব্যাঙ্কে একের পর এক অ্যাকাউন্ট খোলা হয়, এমনই দাবি করে পুলিসের। সূত্রের খবর, গত অগাস্টে কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় ১৬ নম্বর স্ট্র্যান্ড রোডের ঠিকানায় খাদ্যশস্য সংস্থার নামে।

এর একমাস পর, ওই দুটি অ্যাকাউন্টে ৭৭ কোটি টাকা লেনদেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। দেখা যায়, টাকা ট্রান্সফার হয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরের তিন বাসিন্দার নামে থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে। পুলিশ সূত্রে খবর, এরপর ইয়েস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ আরও ৯টি ব্যাঙ্কে খোলা হয় ভুয়ো অ্যাকাউন্ট।


Sudipto

সম্পর্কিত খবর