রোজভ্যালিকাণ্ডে ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বাংলা হান্ট ডেস্কঃ  রোজভ্যালি কাণ্ডে নয়া মোড় । প্রায়  ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । সারদার পরই রোজভ্যালি কাণ্ডের তদন্তে নেমেছিল ইডি । ইডি সূত্রের খবর, রোজভ্যালিকাণ্ডে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডির আধিকারিকরা । অভিযুক্তদের একটি তালিকাও বানানো হয়েছে ইডির তরফে । এবার শুরু হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত ।

Rose Valley office salt lake pti 0

যে সব জায়গা থেকে জমি বাজেয়াপ্ত করা হচ্ছে সেগুলি নিউটাউন, ভিআইপি রোড, পূর্ব মেদিনীপুর এছাড়া মুম্বইতেও জমি বাজেয়াপ্ত করা হয়েছে । আগামী দিনে বেশ কিছু জায়াগায় ইডির আধিকারিকরা  হানা দেবে বলে  খবর রয়েছে । জানা গিয়েছে, ইডির আধিকারিকরা ৫টি দলে বিভক্ত হয়ে তল্লাশিতে নেমেছিল ।

এমনকি রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও তলব করা হয়েছিল । সম্প্র্তি শুভ্রা কুণ্ডু সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়ে এসছেন । সেখানে  শুভ্রা কুণ্ডুর ১১০ কোটি টাকা হিসেব মেলেনি । এছাড়াও একাধিক প্যান কার্ড রয়েছে ।

প্রসঙ্গত, প্রচুর মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার দায়ে হাজতে রয়েছে বর্তমানে রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডু । বাজার থেকে তোলা অর্থ নিয়ে জুয়েলারি সংস্থায় বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

সম্পর্কিত খবর