বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শাহজাহান। চলছে তদন্ত, জিজ্ঞাসাবাদ আর দাপুটে নেতার সব বড় বড় কীর্তি ফাঁস করছে ইডি (Enforcement Directorates)। সম্প্রতি শাহজাহানের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির দাবি, জমি দখলের টাকায় ৮৭ লক্ষ টাকার সোনা কিনেছিলেন শেখ শাহজাহান। কেনা হয়েছিল চারটি বিলাসবহুল গাড়িও। পাশাপাশি চারজনের নামে মোট ১ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি কিনেছিলেন শাহজাহান। এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালতে চার্জশিটে দিয়ে ইডির দাবি, জমি দখলের টাকায় শেখ শাহজাহানের সম্পত্তি ও লেনদেন হয়েছে মোট ১৯৯ কোটি ৭৬ লক্ষ টাকার। শাহজাহানের সঙ্গী শিবু হাজরা তাকে যে ৫০ লাখ টাকা দিয়েছে, সেই প্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে ইডির। সবমিলিয়ে ইডির দাবি, শাহজাহানের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি ২৬ লক্ষ টাকা।
ইডির দাবি, জমি দখলের টাকাতেই শাহজাহানের যত বাড়বাড়ন্ত। জেলাস্তরে শাহজাহানের বিরাট দাপট ছিল। রাজনৈতিক প্রভাব খাঁটিয়েই নিজের ও নিজেড় সঙ্গীদের নামে থাকা একাধিক অপরাধের মামলা পুলিশের ডায়েরি থেকে মুছে ফেলতেন শাহজাহান।
নিজের পাশাপাশি ঘনিষ্ঠদের মাধ্যমেও দুর্নীতির টাকা সাদা করতেন শাহজাহান। এমনই দাবি করেছে ইডি। তনুশ্রী, জয়ন্তী, চন্দ্রদীপ-সহ চারজনের নামে একটি বেসরকারি ব্যাঙ্কে চারটি অ্যাকাউন্টের সন্ধান মেলে। ওই অ্যাকাউন্ট গুলির মধ্যে দুটি থেকে ৩৫ লাখ টাকা করে ৭০ লাখ টাকা ও বাকি দুটি থেকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শাহজাহান ঘনিষ্ঠ বলে দাবি ইডির।
আরও পড়ুন: চমকের পর চমক! বিধানসভা উপনির্বাচনে কাদের টিকিট দেবে BJP? নাম ফাঁস হতেই তোলপাড়!
চারটি বিলাসবহুল গাড়ি কেনা হয়েছিল তার মধ্যে একটি প্রভাবশালী এক বিধায়ককে উপহার হিসেবে দিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রভাবশালী মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ শাহজাহানের। তাদের হাতে রাখতে বিভিন্ন সময় উপহারও দিতেন সন্দেশখালির বাদশা। তেমনই
গাড়ি দেওয়া হয়েছিল এই বিধায়ককে। তবে এখনও পর্যন্ত সেই MLA- র নাম স্পষ্ট করেনি ইডি।