বাংলাহান্ট ডেস্ক : ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কন্যা সুকন্যা মণ্ডলকে (Suknya Mandal) তলব ইডি (ED)-র। সুকন্যাকে এর আগে একাধিকবার তলব করে সিবিআই (CBI) কখনও অসুস্থতার কারণ দেখিয়ে, কখনও রাজ্যের বাইরে রয়েছেন বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন কেষ্টকন্যা।
গত ১৮ অক্টোবর সিবিআই-এর চাওয়া আয়-ব্যয় সংক্রান্ত নথিপত্র ই-মেল মারফত পাঠিয়ে দেন সুকন্যা। এবার তাঁর মালিকানাধীন এএনএম অ্যাগ্রোকেমের হিসেব চেয়ে নোটিশ পাঠায় ইডি। বৃহস্পতিবার ইডি-র তলবে হাজিরার উপরই নির্ভর করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ।
সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডেকে নোটিস দেয় সিবিআই। আয় ব্যয়ের নোটিস চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। সেই নোটিসের উত্তর ইমেলে দেন সুকন্যা। উত্তরে তিনি জানান, এক ঘনিষ্ঠ বন্ধুর চিকিৎসার জন্য তিনি এই মুহুর্তে রাজ্যের বাইরে রয়েছেন। তাই তাঁর পক্ষে এখন হাজিরা দেওয়া সম্ভব নয়।
এবার প্রশ্ন উঠছে, ইডি-র এই তলবে সুকন্যা আদৌ হাজিরা দেবেন কিনা। ইডির পক্ষ থেকে এই প্রথমবার সুকন্যা মণ্ডলকে নোটিস পাঠানো হয়েছে। এবার সুকন্যা যদি না আসেন, ইমেলেও তিনি উত্তর দিতে পারেন। দ্বিতীয় বারও তাঁকে তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই সায়গল হোসেন এই মামলাতে দিল্লিতে ইডি আধিকারিকদের জেরার মুখে পড়েছেন। সায়গলের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলপ দাবি কেন্দ্রীয় সংস্থার। আগামী বৃহস্পতিবার সুকন্যাকে জেরা করার সময় সেই বিষয়গুলি তাঁর কাছ থেকে মিলিয়ে নিতে চান তদন্তকারীরা। এমনই পরিকল্পনা প্রকাশ্যে আসছে।