‘বিজেপি বা কেন্দ্রীয় সরকারের…’! চার্জ গঠনের সময় বিস্ফোরক কুন্তল! নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ইডির মামলায় মঙ্গলবার ছিল চার্জ গঠনের দ্বিতীয় দিন। সোমবার এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। গতকাল অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ (Kuntal Ghosh) সহ মোট ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হল। আর এদিনই আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন এই মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল।

নিজেকে নির্দোষ দাবি করে বিস্ফোরক কুন্তল (Kuntal Ghosh)!

নিয়োগ দুর্নীতি মামলায় এদিন ইডির বিশেষ আদালতে কুন্তল, অর্পিতা সহ ২০ জন এবং ২৭টি সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। অভিযুক্তদের উদ্দেশে বিচারক শুভেন্দু সাহা বলেন, ‘নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য, অয়ন শীলদের ভূমিকা রয়েছে। তাঁদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন। কেউ অপরাধ থেকে অর্জিত টাকায় সম্পদ অর্জন করেছেন ও সেটা গোপন করেছেন। অপরাধের সঙ্গে সেই অর্থের যোগ নেই বলে দাবিও করেছেন। তবে আপনাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ রয়েছে’।

এরপরেই মুখ খোলেন কুন্তল (Kuntal Ghosh)। তিনি দাবি করেন, ‘স্যার শাসকের সমালোচনা করে চরণদাসও জেলে গিয়েছিলেন। আমিও বিজেপি বা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলেছি। সেই জন্য এটা প্রতিহিংসার রাজনীতি এবং আমি তার শিকার। আমার শিক্ষা দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই। আমি নির্দোষ’।

আরও পড়ুনঃ RG Kar কাণ্ডের সঞ্জয়কে বাঁচানোর খেলা চলছে! খোদ তৃণমূল নেতা যা বললেন … তোলপাড় রাজ্য!

কুন্তলের মুখে একথা শোনার পরেই বিচারক তাঁকে উদ্দেশ্য করে ভর্ৎসনা করেন বলে খবর। বিচারক শুভেন্দু সাহা বলেন, ‘কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্মতলায় বলুন, এখানে নয়’। এদিকে কুন্তলের পাশাপাশি অর্পিতা (Arpita Mukherjee) সহ বাকি অভিযুক্তরাও এদিন নিজেদের নির্দোষ বলে দাবি করেন। পার্থ ‘বান্ধবী’ বলেন, ফ্ল্যাট থেকে কী পাওয়া গিয়েছে সেই বিষয়ে তিনি জানেন না।

kuntal ghosh primary recruitment scam

অর্পিতা এদিন বলেন, ‘আমি কোনও সরকারি পদে ছিলাম না। ফ্ল্যাট থেকে কী পাওয়া গিয়েছে সেটাও জানি না। এই বিষয়ে আমার কোনও নলেজ নেই। আমি নির্দোষ’। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর জামাই কল্যাণময়ের উদ্দেশে বিচারক বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের জামাই হিসেবে দুর্নীতির টাকা সরানোয় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটি সংস্থার ডিরেক্টর হয়ে আপনি টাকা সরিয়েছিলেন ও লুকিয়েছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর থেকে কোটি কোটি টাকা নিয়ে বিদ্যালয়ের নামে জমি কিনেছেন’। বিচারকের কথা শোনার পর কুন্তল (Kuntal Ghosh), অর্পিতার মতো নিজেকে নির্দোষ দাবি করেন কল্যাণময়। একই সুর শোনা যায় তাপস মণ্ডল, সৌভিক ভট্টাচার্যদের গলাতেও।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর