বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) রেশন দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। সূত্রের খবর, আগামী ৫ জুন, ঋতুপর্ণাকে সল্টলেকের CGO কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আর এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল রাজ্যে।
প্রসঙ্গত এর আগে রোজভ্যালি কাণ্ডে উঠে এসেছিল টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। ২০১৯ সালে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। সে সময় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা। আর এবার ২০২৪ এ এসে রেশন দুর্নীতি। এর আগে রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজনৈতিক ব্যক্তি সহ ব্যবসায়ীর। এবার হঠাৎ অভিনেত্রীর নাম উঠে আসায় সোশাল মিডিয়াতেও তোলপাড়।
সমাজমাধ্যমে নানা মুনি নানা মত ব্যক্ত করছেন। সেরকমই সৌরভ দত্ত নামে একজন নিজের ফেসবুক থেকে লিখেছেন, “রোজভ্যালি, রেশন- অনেক দুর্নীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণার। কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থাকবে নীরব! এই মেরুদণ্ডহীনতা নিয়ে এরাই আবার মাঝে মধ্যেই জ্ঞানের যত দার্শনিক উক্তি করে।” সেই নিয়েই এবার মুখ খুলেছেন শ্রীলেখা (Sreelekha Mitra)।
সৌরভ নামক সেই ইউজারের পোস্ট ধরে শ্রীলেখা লিখেছেন, “যাক কেউ কেউ বোঝে তাহলে, ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ।” শুধু তাই নয়, এদিন সতীর্থ ঋতুপর্ণাকে ইডি নোটিসের প্রসঙ্গে সংবাদমাধ্যমে শ্রীলেখা বলেন, ‘আমি একটা কথাই বলেছি, বড় হওয়ার সহজ উপায়। বড় হতে গেলে ইডির তলব পেতে হয়।’
আরও পড়ুন: কয়লার কারবারের নাম শাহজাহানের! কোন নেতার সঙ্গে যোগাযোগ ছিল? সব ‘ফাঁস’ করল ED
জানা গিয়েছে এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা। ইডির তলব নিয়ে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি এ বিষয় কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। কেন এই মামলায় তলব? আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও ইডি তরফে কোনও চিঠি আসেনি।’’
অভিনেত্রী আরও বলেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন এমন একজনের অভিনেত্রীর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া অন্যায়!” পাশাপাশি তার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন ঋতুপর্ণা।