বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ! এবার অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব করল ED

বাংলা হান্ট ডেস্কঃ বহু কাঠখড় পুড়িয়ে দীর্ঘদিন অপেক্ষার পর গত মঙ্গলবার গরু পাচার মামলার (Cattle Smuggling Case) অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চলছে টানা তল্লাশি। এরই মধ্যে এবার রাজধানীতে (Delhi) ডেকে পাঠানো হল কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal)।

জানা গিয়েছে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতির কন্যা ছাড়াও রাজধানীতে ডেকে পাঠানো হয়েছে কেষ্ট মণ্ডলের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ মোট ১২ জনকে রাজধানীতে তলব করেছে ইডি। প্রসঙ্গত, ইডি সূত্রে জানা গিয়েছিল প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সুকন্যা ও সায়গলের বয়ান শুনে জেরায় কেঁদে ফেলেছিলেন অনুব্রত। তবে এবার রহস্যভেদ করতে আরও তৎপর ইডি।

সূত্রের খবর, কেষ্টকে আরও কিছুদিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তদন্তকারীদের দাবি, গরু পাচারের বেআইনি আয়ের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি অনুব্রতকে। পাশাপাশি, অনুব্রতর ভাষাগত সমস্যা থাকায় তদন্তে অসুবিধে হচ্ছে বলে জানিয়েছে ইডি।

গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি। দিল্লি পৌঁছে সেদিন মধ্য রাতেই শুনানি হয় তার। ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন তার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আদালতে পেশ করা হয়েছে অনুব্রতকে। এদিন আদালতে অনুব্রতর পক্ষে সওয়াল করেন তার আইনজীবী মুদিত জৈন।

anubrata sukanya

আইনজীবীর দাবি, গত তিন দিন মিলিয়ে মাত্র ২ ঘণ্টা জেরা করা হয়েছে অনুব্রতকে। তবে ফের কেন তাকে ইডি হেফাজতে চাওয়া হচ্ছে সেই প্রশ্নই আদালতে তোলেন তার আইনজীবী। পাল্টা ইডির কথায়, এই ধরনের তদন্তে কিছুটা সময় নিয়েই হয়। পাশাপাশি, মাঝে হোলির ছুটি থাকাতেও তদন্ত ধীর গতিতে হয়েছে বলে যুক্তি দেয় ইডি। শুনানি শেষে এদিন আদালত ফের অনুব্রতর ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর