বাংলা হান্ট ডেস্ক : এবার কেন্দ্রীয় সংস্থার নজরে আরও এক মন্ত্রী। কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) তলব করল ইডি (ED)। জানা যাচ্ছে, ২৯ মার্চ দিল্লিতে হাজিরা দিতে বলা হল তাঁকে। শুধু মন্ত্রী নন, ডাক পড়ল মন্ত্রী আপ্ত সহায়কও। এমনকী, ডাকা হতে পারে আসানসোলের একাধিক কাউন্সিলরকে!
কয়লাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে এবার রাজ্যের আইনমন্ত্রী! এর আগেও মলয় ঘটককে বেশ কয়েকবার তলব করে ইডি। এমনকী, একবার দিল্লিতে হাজিরাও দিয়েছেন তিনি। কিন্তু এবার কেন আবার তলব? ইডি সূত্রের খবর, কয়লাকাণ্ডের তদন্তের নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রীকে। একই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে তাঁর আপ্ত সহায়ককেও।
তৃণমূলের দলীয় সূত্রে খবর এদিন সন্ধ্যায় মেল করে আইনমন্ত্রীকে ২৯ মার্চ দিল্লিতে দিল্লি হাজিরা দিতে বলেছে ইডি। তার আগে, ২৩ মার্চ ডেকে পাঠানো হয়েছে মন্ত্রীর আপ্ত সহায়ককে। যদিও মলয় ঘটকের দাবি, এখনও পর্যন্ত কোনও নোটিস পাননি তিনি।
কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘এটা নতুন কিছু নয়। বিজেপির নেতারা যারা বিজেপিতে আসার আগে ভুরি ভুরি অভিযোগ ছিল ইডি- কাছে। বিজেপির যোগ দেওয়ার পর রাতারাতি তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কেস সুরাহা করতে পারুক না পারুক, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সামাজিক সম্মানহানি করে দিচ্ছে’।
গত বছরের সেপ্টেম্বর মাসে আসানসোলের আপকার গার্ডেন, আপকার গার্ডেন ওয়েস্ট ও চেলিডাঙায় মলয় ঘটকের ৩ বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। বাদ যায়নি কলকাতায় মন্ত্রীর কোয়ার্টার, প্রিন্স আনোয়ার শাহ রোড ও আলিপুরের ফ্ল্যাট। শুধু তাই নয়, কলকাতায় কোয়ার্টারে মলয় ঘটক ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।