ফের ED-র দফতরে পরেশ অধিকারী! নিয়োগ দুর্নীতির পিছনে আর কারা? জানতে চায় কেন্দ্রীয় সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (SSC Scam রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আজ সোমবার বেলার দিকে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে সুত্র মারফত খবর।

সোমবার বেলা ১২টার আগে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন পরেশ অধিকারী। তাঁর বিরুদ্ধে অভিযোগ নিজের প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেন তিনি। সূত্রের খবর, সেই বিষয়ে তাঁর বয়ানও রেকর্ড করছে ইডি।

হাই কোর্টের নির্দেশে পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় অনেক আগেই। শুধু তাই নয়, অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয় ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকারকে। অঙ্কিতার বেতনও হাতে পান ববিতা। হাই কোর্টের নির্দেশে এসএসসি দুর্নীতি-কা‌ণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই সূত্রে এর আগে পরেশকে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। এ বার অপর এক কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের সামনে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী।

সূত্রের খবর, অঙ্কিতার চাকরি প্রসঙ্গে পরেশের কাছে সমস্ত তথ্য জানতেচাইছে ইডি। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিতে তিনি আর কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? গোটা প্রক্রিয়ায় আর কে কে জড়িত ছিলেন? এই নিয়োগের নেপথ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ছিল কি না, শান্তিপ্রসাদ সিনহাদের যে উপদেষ্টা কমিটি এসএসসি-র নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি দেখত, সেই কমিটি কার নির্দেশে কাজ করত— পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে মূলত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে ইডি।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর