গরু পাচার মামলায় ২ প্রভাবশালী IPS অফিসার জ্ঞানবন্ত সিং ও আকাশ মাঘারিয়াকে তলব করলো ED

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি ইস্যুর পাশাপাশি কয়লা এবং গরু পাচার মামলা, প্রতিটি ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রীদের জড়িত থাকার অভিযোগ সামনে আসায় পরিস্থিতি বেজায় জটিল। এর মাঝে সম্প্রতি কয়লা পাচার মামলায় ৮ আইপিএস আধিকারিককে তলব করে ইডি (Enforcement Directorate) আর এবার গরু পাচার মামলায় ফের একবার IPS অফিসারদের তলব করে বসলো তদন্তকারী সংস্থা। যদিও এই তলব মাঝে আবার অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে কয়লা এবং গরু পাচার মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। গরু পাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল। অপরদিকে, কয়লা পাচার কাণ্ডে একাধিকবার তলবের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর মাঝেই কয়েকদিন পূর্বে কয়লা পাচার কাণ্ডে মোট ৮ জন আইপিএস অফিসারকে তলব করে ইডি আর সেই ধারা বজায় রেখে এবার গরু পাচার মামলাতেও দুই আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং এবং আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করা হলো।

উল্লেখ্য, জ্ঞানবন্ত সিং এবং আকাশ মাঘারিয়া যথাক্রমে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা এবং ডিসি সাউথ পদে নিযুক্ত রয়েছে। সেপ্টেম্বর মাসের ২৬ এবং ২৮ তারিখ তাদের তলব করা হয়েছে বলে খবর। এক্ষেত্রে অতীতে পুরুলিয়ার এসপি পদে নিযুক্ত থাকলেও বর্তমানে ডিসি সাউথ পদ সামলে চলেছেন আকাশ মেঘারিয়া। আবার অপরদিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জ্ঞানবন্ত সিং। এক্ষেত্রে গরু পাচার মামলায় তাদের দুজনকে তলব রাজনৈতিক বিতর্ক বহুগুণে বৃদ্ধি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও ব্যবসায়ীদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি খোঁজ পেয়েছে তদন্তকারী অফিসাররা। এর মাঝে আইপিএস আধিকারিকদের তলব যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও এই ঘটনায় অন্য গন্ধ পেতে শুরু করেছে কয়েকটি মহল।

ED enforcement directorate 770x433 1

বলে রাখা ভালো, সম্প্রতি বিজেপির ‘নবান্ন অভিযান’ ঘিরে গোটা বাংলা জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। নবান্নের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীকে আটক করা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন জ্ঞানবন্ত সিং এবং আকাশ মাঘারিয়া। তার কয়েক দিনের মধ্যেই এই দুই অফিসারকে দিল্লিতে তলব করার খবর সামনে আসতেই পুনরায় একবার বৃদ্ধি পেল রাজনৈতিক জল্পনা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর