ইলশের হাতে ক্যাচ দিয়ে এবং আউট হয়ে ফিরলেন রোহিত ও কোহলি! এটা অস্ট্রেলিয়া, আফগানিস্তান নয়, ব্যঙ্গ ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ মোহালিতে মুখোমুখি হয়েছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং এই মুহূর্তে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারতীয় দল। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন উমেশ যাদব। চোট কাটিয়ে সবে সুস্থ হওয়া বুমরাকে নিয়ে ঝুঁকি নেয়নি ভারতীয় দল। তাই তিনি এখনও দলের বাইরে।

আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতের ব্যাটিং অর্ডারে বিশেষ কিছু চমক ছিল না। শুধুমাত্র বাদ পড়েছিলেন রিশভ পন্থ। অস্ট্রেলিয়াও মোটামুটি সর্বশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল। অজিদের বিরুদ্ধে ম্যাচে এশিয়া কাপের ফর্মটাই বিরাট কোহলির রোহিত শর্মা আরও এগিয়ে নিয়ে যাবেন এমনটাই আশা করেছিলেন সকলে।

কিন্তু বাস্তবে যা হলো তা সম্পূর্ণ উল্টো। একের পর এক ফুটবল খেলতে খেলতে নিজের ওপর চাপ বাড়াতে থাকেন রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারে প্যাট কামিন্সের বল ফাইন লেগে ক্লিক করতে যান রোহিত। ফাইন লেগে থাকা ফিল্ডার জশ হ্যাজেলউড বলের গতিপথ বুঝতে পারেননি। নয়তো মাত্র ১ রান করেই আউট হতে হতো হিটম্যানকে। বদলে ছয় রান পান রোহিত। এরপর চাপ কাটাতে মরিয়া হয়ে স্টেপ আউট করে কিছু বড় শট খেলার চেষ্টা করেন তিনি। তোর তৃতীয় ওভারে হ্যাজেলউডের বলে ফ্লিক করতে গিয়ে এবার ক্যাচ দিয়ে বসেন স্কোয়ার লেগে দাঁড়ানো ইলশের হাতে। ১১ রান করে আউট হন রোহিত।

তিনি আউট হতেই মাঠে আসেন কোহলি। অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পার বলে বেশ কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় তাকে। তিনিও অত্যাধিক বল খেলে নিজের ওপর চাপ তৈরি করছিলেন। এরপর ইলশের বলে মিড অনের ওপর দিয়ে শট মারার চেষ্টা করেও ব্যর্থ হন কোহলি। ক্যামেরুন গ্রিনের হাতে সহজ ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে ফেরেন তিনি। খুব স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ভক্তরা।

তবে তারা দুজন আউট হওয়ার পর থেকে খুব দুর্দান্তভাবে ইনিংসকে টানছেন লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। দুজনেই অজিভ বোলারদের পাল্টা আক্রমণ করে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। বেশকিছু দৃষ্টিনন্দন শট খেলে ফেলেছেন দুই তারকা। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৮১।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর