শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে ৬০ শিক্ষক

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিতর্কের রেশ ক্রমশ বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন পাওয়া নয়া তথ্যে ক্রমশ জেরবার হয়ে চলেছে শাসক দল। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এলো এক চাঞ্চল্যকর মোড়। জল্পনা ছড়িয়েছিল বহুদিন ধরে আর এবার সেই জল্পনাই হলো সত্যি। সূত্র মারফত জানা গিয়েছে যে, অতি শীঘ্র ইডির (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে চলেছে ৫৫ থেকে ৬০ জন শিক্ষককে।

স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাথমিক টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথম থেকেই তদন্তভার হাতে নেয় সিবিআই। এরপরেই তাদের সঙ্গে হাত মিলিয়ে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেই তৎপর হয়ে উঠলো তারা। ইতিমধ্যে ৬০ জন শিক্ষককে তলব করার পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। ফলে এসকল শিক্ষকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন কি তথ্য উঠে আসে, সেটাই দেখার।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দ্বিতীয় তালিকা প্রকাশের পর একাধিক শিক্ষকদের নিয়োগ করা হয়। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই তালিকাকে ‘বেআইনি’ আখ্যা দেওয়া হয়েছে। এই তালিকায় ২৬৯ জন শিক্ষককে এক নম্বর করে বাড়ানো হয়েছিল, যা আদালতের কাছে বেআইনি বলে মনে হয়। যদিও পরবর্তীতে শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় যে, ২০১৭ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল আর সেই কারণেই তাদের নম্বর বাড়ানো হয়। তবে আদালতের কাছে তাদের সেই দাবি ধার্য হয়নি এবং পরবর্তীতে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট।

ssc 2

বর্তমানে ওই সকল শিক্ষকদের নম্বর বাড়ানো নিয়ে কৌতুহল গোটা বাংলায় ছড়িয়েছে আর এবার তাদের মধ্যে থেকেই ৬০ জন শিক্ষককে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাকি চাকরিপ্রার্থীদের নম্বর কেন বাড়ানো হলো না কিংবা ওই ২৬৯ জন শিক্ষকদের ওএমআর শিট কেনই বা ছিল না, সেই সম্পর্কে একাধিক প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। ফলে আগামী সপ্তাহ থেকে এই মামলাটি নতুন কোন মোড় নেয়, সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।

Sayan Das

সম্পর্কিত খবর