লটারিতে কোটি টাকা জিতে অনুব্রতকে বিক্রি? এবার সেই রাজমিস্ত্রীকে ডেকে পাঠাল ED

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গত সপ্তাহ থেকে দিল্লির ইডির (ED) হেফাজতে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কেষ্ট মণ্ডল (Anubrata Mondal)। তার বিপুল সম্পত্তি ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত চলছে। চলছে টানা জিজ্ঞাসাবাদ। অনুব্রতর গ্রেফতারির পর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছে তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি। একে একে তাদের দিল্লিতে তলব করছে ইডি আধিকারিকরা। এবার কেষ্ট মামলায় বোলপুরের এক রাজমিস্ত্রিকে (Mason) ডেকে পাঠাল ইডি (ED)।

সূত্রের খবর, শুক্রবারই তপন বিশ্বাস নামের ওই রাজমিস্ত্রি ইডির চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন। চলতি মাসেই ২৮ তারিখ তপনবাবুকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব কড়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, বছর চারেক আগে তপন লটারির টিকিট কেটে প্রথম পুরস্কার পেয়েছিলেন। পরে সেই টিকিট অনুব্রতর বাড়ির পরিচারক বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে বিক্রি করেছিলেন তিনি। এরপর টিকিট বিক্রির টাকা অনুব্রত নগদে কিনে নেন বলেই খবর মিলেছে।

এবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই বোলপুরের কালিকাপুর এলাকার বাসিন্দা ওই রাজমিস্ত্রিকে ডেকে পাঠানো হয়েছে বলেই ইডি সূত্রে খবর। এদিন ইডির ডাক মিলতেই তপনবাবু বলেন, ‘‘কেন ইডির চিঠি এসেছে জানি না। আমি সরাসরি লটারির টিকিট অনুব্রতকে বিক্রিও করিনি। আমি মুন নামে এক জনকে টিকিট বিক্রি করে দিয়েছিলাম। ২৬ লক্ষ টাকা পেয়েছিলাম।’’

প্রসঙ্গত, গতবছর অনুব্রতকে গ্রেফতারের পর থেকেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো তার একের পর এক সম্পত্তির হদিশ পাচ্ছে ইডি। উঠে এসেছিল লটারি যোগও। তবে এই প্রথম নয় এর আগেও অনুব্রতের লটারিপ্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এবার সরাসরি আরেক লটারি প্রাপ্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা।

anubrata

সূত্রের খবর, কেষ্ট মামলায় তদন্তকারীদের নজরে রয়েছে তার ঘনিষ্ঠ ১২ জন ব্যক্তি। একে একে তাদের দিল্লিতে ডেকে পাঠাচ্ছে ইডি আধিকারিকরা। সংস্থার ডাকেই শুক্রবার দিল্লিতে হাজিরা দেন কেষ্টর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক। ইডির নির্দেশ মতো দুদিন আগেই ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রতর হিসেব রক্ষক (সিএ) মণীশ কোঠারি। তবে দীর্ঘ জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হন তিনি।

অন্যদিকে, দিল্লিতে ইডির ডাকে হাজিরা দিতে না যাওয়ায় ফের তলব করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। পাশাপাশি শক্তিগড়ে কেষ্টর কচুরির দাম মেটানো কৃপাময়কেও ইডি ডেকে পাঠায় বলে সূত্রের খবর। আর এবারে এক রাজমিস্ত্রিকেও তদন্তের জন্য ডেকে পাঠালো ইডি। অভিযুক্ত কেষ্টর মুখোমুখি বসিয়ে তাদের জেরা করার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর