পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতিকে ইডির তলব! হাজিরা দিতে হবে দিল্লি গিয়ে

বাংলাহান্ট ডেস্ক : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এ বার নোটিশ পাঠাল পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। জানা যাচ্ছে তাঁকে দিল্লিতে ইডির দফতরে দেখা করতে বলা হয়েছে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সুজয়বাবু। সূত্র মারফত খবর আজ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি। এদিকে সুজয় ইডির নোটিস পাওয়ার পরই তাঁকে আক্রমণ আক্রমণ শুরু করেছে গেরুয়া শিবির।

তৃণমূলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বুধবার ইডির নোটিস পেয়েছেন। ওই নোটিসে বলা হয়েছে, সুজয় যেন আগামী ১৪ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন। সুজয়ের থেকে তাঁর আর্থিক বিষয় সম্পর্কে জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর।

তবে এ নিয়ে প্রাথমিক ভাবে মুখ খুলতে চাননি সুজয়। তিনি জানিয়েছেন, যা বলার তা সাংবাদিক বৈঠকেই বলবেন। তবে এ নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ত্রিস্তরীয় ব্যবস্থার যাঁরা প্রধান তাঁদের উপর এ ভাবে অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে।

পাল্টা আক্রমণ করেছে বিজেপিও। সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন পুরুলিয়া জেলার বিজেপি নেতারা। পুরুলিয়ার বিজেপি সভাপতি বিবেক রাঙার পাল্টা প্রশ্ন, ‘ওরা সবসময় চক্রান্তের অভিযোগই তুলবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে যে টাকা পাওয়া গিয়েছে তা কি বিজেপি রেখে এসেছে নাকি? ওরা গোটা রাজ্য এবং এই জেলাকে শেষ করে এখন চক্রান্তের অভিযোগ করছে। যেমন কর্ম তেমন ফল তো পাবেই।’


Sudipto

সম্পর্কিত খবর