বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) এবার ইডির (ED) নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা। জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থা এবার ডেকে পাঠাল মেনকা গম্ভীরকে (Maneka Gambhir)। তবে দিল্লিতে (Delhi) নয়, তার বদলে কলকাতায় (Kolkata) তলব করা হয়েছে তাঁকে। আজই হয়ত হাজিরা দিতে আসবেন অভিষেকের শ্যালিকা মেনকা। তবে শুধু মেনকাকেই ডেকে পাঠান নয়, জানা যাচ্ছে, এরই সঙ্গে আজ অভিষেকের দু’টি মামলার শুনানির রায় দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
কয়লা পাচার কাণ্ডে গত ২ সেপ্টেম্বর তৃণমূল সাংসদ তথা সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সেইদিনই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় ৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এরপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন অভিষেককে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর আজ অর্থাৎ সোমবার আবারও শুনানি রয়েছে। সেখানে শীর্ষ আদালতের কী রায় দেয় সেটাই এখন দেখার।
এর আগে দু’বার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। তার পর আদালতের নির্দেশে কলকাতাতে জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে কয়লা পাচার কাণ্ডে মোট ৩ বার ইডির জেরার মুখোমুখি হলেন তিনি। শুক্রবার কলকাতায় সিজিও কমপ্লেক্সে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল সাংসদকে। এদিনই আবার সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় ৫ সেপ্টেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। আজ সেই মামলাতেই শুনানি দেবে শীর্ষ আদালত।
প্রথমে, কয়লা পাচার মামলায় অভিষেককে দিল্লিতে তলব করে ED। সেই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করেন অভিষেক। কিন্তু দিল্লি হাইকোর্টে খারিজ করে দেয় অভিষেকের আবেদন। এরপর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তিনি। সেই মামলারই আজ সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি রয়েছে।