‘গ্রেফতার করব না, শুধু…’, অভিষেকের হাজিরার আগে জানাল ED

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার, দিল্লিতে এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের বাসভবনে, প্রথমবার বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটির বৈঠকে বসতে চলেছে। সেই কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee) আজ বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল তবে ঘটনাচক্রে আজই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।

সমস্ত কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি ইডি দফতরে যাচ্ছেন বলেই আপাতত জানা যাচ্ছে। আর কিছুক্ষণ পর সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। জানা যাচ্ছে গতকাল আদালতে ইডির আইনজীবীর তরফে তৃণমূল সাংসদকে অভয় দেওয়া হয়েছে।

মঙ্গলবারই রক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গতকাল এই নিয়ে নতুন করে কোনও নির্দেশ দেওয়া হয়নি আদালতের তরফে। নতুন করে রক্ষাকবচ না মেলায় পুরোনো রক্ষাকবচের ওপর ভরসা রেখেই আজ হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: আর চাকরি যাবে না এই সকল প্রাথমিক শিক্ষকদের, বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার

abhishek banerjee

সূত্রের খবর ইডির আইনজীবী আদালতকে মৌখিকভাবে জানিয়েছেন, মামলার রায় প্রকাশ্যে না আসা পর্যন্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ইডির আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, অভিষেককে গ্রেফতার করার প্রশ্ন এখানে নেই। শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব।

আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতির জের! এবার তৃণমূল পরিচালিত এই পুরসভাকে নোটিশ দিল ED

ইডির কথার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘সংস্থা (ইডি) আগেও এই বিষয়ে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল। এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি তারা মেনেছে। তাই নতুন করে রক্ষাকবচ দেওয়ার কোনও প্রয়োজন আপাতত নেই।’

প্রসঙ্গত, ইডি তলবের কথা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে দুদিন আগেই অভিষেক লেখেন, ‘ ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশেন কমিটির প্রথম বৈঠক। ওই কমিটির একজন সদস্য আমি। আর কী আশ্চর্যও ওই একই দিনে আমাকে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মাত্র সেই নোটিস আমার কাছে এসে পৌঁছল। বলতে বাধ্য হচ্ছি, ৫৬ ইঞ্চির ছাতির কাপুরুষত্ব আর অস্বস্তি দেখে আমি বিস্মিত।’ এবার ইডির বড় আশ্বাসের পর আজ কী হয় সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর