বাংলাহান্ট ডেস্ক : যেদিন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোল জেল থেকে কলকাতায় (Kolkata) আনা হচ্ছিল সেদিন তার কনভয় থামে শক্তিগড়ে। শক্তিগড়ে (Shaktigar) অনুব্রত খাওয়া-দাওয়া করেন। সেদিন অনুব্রত খেয়েছিলেন কচুরি, ছোলার ডাল, ল্যাংচা ও একটি রাজভোগ। যে টেবিলে অনুব্রত খাচ্ছিলেন দেখা যায় সেই টেবিলে উপস্থিত রয়েছেন আরো দুজন ব্যক্তি।
কচুরি খেতে খেতে ওই দুজনের সাথে ফিসফিস করে কথাও বলছিলেন অনুব্রত। এবার ইডি সেই দুজনকেই দিল্লিতে ডেকে পাঠালো। এই দুজন ব্যক্তি হলেন কৃপাময় ঘোষ ও তুফান মিদ্দ্যা। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের গাড়ি চালক তুফান । কৃপাময় ঘোষ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। কৃপাময় ঘোষ বীরভূমের প্রথম সারির একজন তৃণমূল নেতাও বটে।
সবার মনে প্রশ্ন ওঠে কিভাবে পুলিশি ঘেরাটোপ পেরিয়ে এই দুজন অনুব্রত মণ্ডলের সাথে একই টেবিলে বসে জল-খাবার খাচ্ছিলেন। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। প্রশ্নের মুখে পড়ে আসানসোল কমিশনারেটের ভূমিকা। এবার অনুব্রতর সাথে কচুরি খাওয়া কৃপাময় ও তুফানকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি (Enforcement Directorate)। এই দুজনকে দিল্লিতে ডেকে পাঠানো নিয়ে নতুন করে শুরু হয়েছে কৌতুহল।
অন্যদিকে, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে নতুন করে সমন পাঠিয়েছে ইডি। সুকন্যাকে দিল্লিতে ডাকা হয়েছিল বুধবার। কিন্তু সুকন্যা উপস্থিত হননি। অনুপস্থিতির কারণ জানিয়ে সুকন্যার আইনজীবী ইমেইল করেন ইডি অফিসে। নতুন সময় আদেশ দেওয়া হয়েছে সুকন্যা মণ্ডল ২০ মার্চের মধ্যে যেন দিল্লিতে ইডি অফিসে হাজির হন। এই তিনজন কবে এর মধ্যে দিল্লিতে ইডির অফিসে হাজির হন এখন সেই দিকেই তাকিয়ে সবাই।