বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ফের এক রহস্যময়ীর নাম সামনে এল। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর ইডির আতশ কাঁচের তলায় সোমা চক্রবর্তী। ইডি (Enforcement Directorate) সূত্র মারফত খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়ে সামনে এসেছে সোমা চক্রবর্তীর নাম। বলা বাহুল্য, ইডি আধিকারিকেরা এখন খতিয়ে দেখছেন ধৃত যুব তৃণমূল নেতা (Trinamool leader) কুন্তল ঘোষের (Kuntal Ghosh) ব্যাংক সহ বিভিন্ন নথিপত্র।
ইতিমধ্যেই ইডি জানতে পেরেছে কুন্তল ঘোষের সাথে সোমার ২০২০ সাল থেকে বেশ কয়েকবার আর্থিক লেনদেন হয়েছে। ইডির আধিকারিকদের সূত্রে খবর এসেছে , সোমাকে কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। যদিও, শুধু লক্ষ লক্ষ টাকাই নয়, এই সোমা চক্রবর্তীকে ফ্ল্যাটি- গাড়়িও নাকি দিয়েছিলেন ধৃত যুবনেতা। নথি খতিয়ে দেখার পর সোমা চক্রবর্তীকে ডেকে পাঠায় ইডি। এরপরেই সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছেন সোমা চক্রবর্তী।
এখন খবরের শিরোনামে উঠে আসা এই সোমা সম্পর্কে বিস্তারিত জানতে ইডি আধিকারিকরা তৎপর হয়ে উঠেছেন। তবে সোমা চক্রবর্তী সম্পর্কে যাবতীয় কথা অস্বীকার করেছেন কুন্তল। দাবি করেছেন, সোমা নামে কোনও মহিলাকেই নাকি তিনি চেনেন না। তাঁর কথায়, “আমার নিজেরই ফ্ল্যাট নেই তো কাকে ফ্ল্যাট দেব।” সম্প্রতি কুন্তল জানান, নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির সাথে যুক্ত রয়েছেন তার স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়।
কুন্তলের কথা অনুযায়ী রীতিমতো রহস্যময়ী নারীতে পরিণত হয়েছিলেন হৈমন্তী। সবার মধ্যে আলোরন সৃষ্টি হয়ে যায় হৈমন্তীকে নিয়ে। পরে দেখা যায় অভিনয় ও মডেলিং এর সাথে যুক্ত রয়েছেন হৈমন্তী। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গোপাল ও তার স্ত্রী হৈমন্তী। হৈমন্তীর রেশ কাটার আগেই ফের নিয়োগ মামলায় উঠে এল এক রহস্যময়ীর নাম। হৈমন্তীর পর এখন সবার আগ্রহের বিষয়বস্তু সোমা।