বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি ঘটনায় সিআইডির (CID) ডাকে সাড়া দিয়ে ভবানীভবনে যাবে না ইডি (Enforcement Directorate)। উল্টে শোনা যাচ্ছে, এবার আদালতে যাবেন তারা। গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। খোদ গোয়েন্দাদের আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। সন্দেশখালি ঘটনার ৫৫ দিন পর অবশেষে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শাহজাহান রয়েছেন ভবানীভবনে, সিআইডির হেফাজতে।
ওদিকে সন্দেশখালি ঘটনার পর শাহজাহানের বিরুদ্ধে ইডির যে অফিসার প্রথম অভিযোগ জানিয়েছিলেন, রবিবার সেই অফিসসারকেই ভবানীভবনে তলব করে সিআইডি। ইডি পেটানোর অভিযোগে শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সন্দেশখালিতে ঠিক কী হয়েছিল সেই ৫ জানুয়ারি? গোটা ঘটনা জানতেই ইডি কর্তা গৌরব ভারিলকে তলব করেছিল সিআইডি। তবে তিনি হাজিরা দেন নি।
আগামী মঙ্গলবার ফের তাকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ইডি সূত্রের খবর, তারা সিআইডির ডাকে হাজির হবেন না। কারণ, ওই মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ইডির দাবি, তাদের অভিযোগের পরে যে FIR সদায়ের হয়েছে, তার ভিত্তিতে শাহজাহানকে গ্রেফতার হয়েছেন আর ওই এফআইআর-এর উপরে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
ইডি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানায় অভিযোগ করা হয়েছিল। ওই মামলায় পুলিশের তদন্তকারী অফিসার আগেই ইডির অফিসারদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর রবিবার ফের তলব করা হয়। গতকাল ওই ইডি অফিসারের বয়ান রেকর্ডও করতে চেয়েছিল সিআইডি। তবে জানা যাচ্ছে এ নিয়ে আদালতেই নিজেদের বক্তব্য পেশ করবে ইডি।
আরও পড়ুন: ৫০ দিন কাজ করেই মিলবে ১০০ দিনের টাকা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের খুলবে কপাল?
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তের শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় নেতার বাড়িতে তল্লাশি তো দূর, উল্টে তার অনুগামীদের হাতে মার খেয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালায় ইডি। সেই ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শাহজাহান। সন্দেশখালির ঘটনায় ফৌজদারি অপরাধে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালির ‘বাঘ’ গ্রেপ্তারের পর থেকেই একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি।
ঠিক কীভাবে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের ওপর হামলা করা হয়েছিল, কীভাবে ১৫ মিনিটে এত লোক জড়ো করেছিলেন শাহজাহান, কাকে ফোন করেছিলেন তিনি, ইডি পেটানোর গোটা ঘটনা বুঝতে চাইছে সিআইডি। সেই কারণেই ইডি কর্তা গৌরব ভারিলকে তলব করেছে সিআইডি। জানিয়ে রাখি এই ইডি আধিকারিকই শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন।