মহারাজের হাত ধরে রাজকীয় বোধন ইডেনে, গোলাপি বিপ্লবের শুভ আরম্ভ

 

অমিত সরকারঃ সুনীল গাভাস্কার থেকে আরম্ভ করে শচীন তারপরে একাধিক ক্রিকেটের ইতিহাসে নাম আজও জ্বলজ্বল করছ। কিন্তু দিনের বেলা খেলা আর রাতের বেলা টেস্ট খেলা দুটোই যেন একে অপরের পরিপূরক । কেন এ কথা বলা হচ্ছে তার পিছনে রয়েছে অনেক ক্রিকেটীয় বৈজ্ঞানিক কারণ। যাকে পরীক্ষা-নিরীক্ষা করে দিন-রাতের টেস্ট আজকে বিশ্বের দরবারে এক অন্য জায়গা করে নিয়েছে। কিন্তু বিশ্বযদি এগিয়ে যায় ভারতে তবে এগোবে না কেন!

IMG 20191122 125300

সে ভারতের এই পশ্চিমবঙ্গের কলকাতা দিল সে উপহার। ভারত চিরকাল মনে রাখবে। কুকাবুরা বলে এবার ভারতে হতে চলেছে দিন রাতের টেস্টে হতে চলেছে। তার শুভ আরম্ভ মমতা হাসিনা বৈঠকে। একদিকে রাজনৈতিক উত্তাপ যেমন চলছে তেমনি অমিত শাহর যোগ দেবার কথা। এদিকে পৌঁছে গেছেন শচীন-সৌরভ থেকে একের পর এক নক্ষত্রখচিত তারকা। দিন রাত্রে রেস্টে থাকতে অনেক রঙের পরিবর্তন। ড্রেসে দেখার সুবিধার জন্যই এই গোলাপি বলের আবিষ্কার হয়েছিল। কিন্তু এর বিবর্তন পরিবর্তনের হাত ধরে বর্তমানে ঐতিহাসিক জায়গা করে নিতে চলেছে ভারতের ক্রিকেটের ইতিহাসে। বাংলাদেশ থেকে বহু মানুষ এসেছেন এই খেলা উপভোগ করতে। টিকিটের হাহাকার। ক্রিকেটের নন্দনকাননের আজ হবে এই উপাখ্যান। যেখানে হাজির থাকবে একাধিক তারকা। 7 দিন আগে এসে পৌঁছেছে মাঠে গোলাপি বল। বিরাট উত্তেজিত সাধারণ জনতা। হোটেল গুলোতে ভীড় উপচে পড়ছে। প্রথমদিকে উদ্বোধনে আসবেন হাসিনা মমতা এরপর তারা চলে যাবেন পাঁচতারা হোটেলে সেখান থেকে পুনরায় ফিরে আসবেন বিকালের দিকে।


সম্পর্কিত খবর