বাংলা হান্ট ডেস্ক: পাহেলগাঁও-তে নৃশংস জঙ্গি হামলার জেরে পাকিস্তানে “অপারেশন সিঁদুর”-এর মাধ্যমে প্রত্যাঘাত করে ভারত। যার মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। একদিকে যখন এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করছে সারাদিন ঠিক এই আবহেই শহর কলকাতায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মূলত, একটি হুমকির কারণেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ইডেন গার্ডেন্স (Eden Gardens)।
ইডেন গার্ডেন্স (Eden Gardens) উড়িয়ে দেওয়ার হুমকি:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বুধবার দুপুরেই এই হুমকি মেলে। CAB-র ই-মেল আইডিতে এই মেল আসে বলেও খবর মিলেছে। যেখানে জানানো হয়, বোমা মেরে ইডেন গার্ডেন্স (Eden Gardens) উড়িয়ে দেওয়া হবে।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, “আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশই গ্রহণ করেছে।” উল্লেখ্য যে, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এহেন হুমকির প্রসঙ্গে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি CAB।
আরও পড়ুন: “সবাইকে ধন্যবাদ….”, IPL চলাকালীন আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা
তাই, কলকাতা পুলিশকে দ্রুত খবর দেওয়া হয়। বিষয়টি জানার পরই পুলিশের তরফে তৎপরতার মাধ্যমে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা বেষ্টনী। প্রসঙ্গত উল্লেখ্য যে, IPL-এর নির্ধারিত সূচি অনুযায়ী ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) মুখোমুখি হয়েছে কলকাতা এবং চেন্নাই।
আরও পড়ুন: “আভি পিকচার বাকি হ্যায়”, অপারেশন সিঁদুরের পর জানালেন ভারতের প্রাক্তন সেনা প্রধান! ফের হবে ধামাকা?
সেই ম্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার প্রথম ইনিংসে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কলকাতা। এদিকে, আজকেই আবার সম্পন্ন হয়েছে “অপারেশন সিঁদুর”। এমতাবস্থায়, এই দিনেই এহেন হুমকি স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দেয়।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: