এটিই দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্য! অবিশ্বাস্য সাক্ষরতার হার! নাম শুনলে আকাশ থেকে পড়বেন

বাংলাহান্ট ডেস্ক : একটি দেশের উন্নতির ক্ষেত্রে সব থেকে বেশি অবদান থাকে শিক্ষার। নাগরিকদের শিক্ষা যত উন্নত হবে ততই অগ্রগতি পাবে দেশ। দেশের সমৃদ্ধির মূল ভিত্তি শিক্ষা ব্যবস্থা। একটা সময় ছিল যখন ভারতের অধিকাংশ নাগরিক শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন। বিশেষ করে মহিলারা শিক্ষা ব্যবস্থা থেকে দূরেই থাকতেন।

এই রাজ্য শিক্ষার হার সবচেয়ে বেশি (Educated State)

তবে সময়ের সাথে তাল মিলিয়ে বদলেছে পরিস্থিতি। বর্তমানে নারী ও পুরুষ ভেদাভেদ নেই শিক্ষায়। তবে দেশের সবকটি রাজ্যে সাক্ষরতার হার কিন্তু সমান নয়। সাক্ষরতার হার নির্ভর করে অঞ্চলের আর্থিক, সামাজিক ও পারিবারিক কিছু বিষয়ের উপর। তবে বলতে পারবেন ভারতের মধ্যে সবথেকে সাক্ষরতার হারে এগিয়ে রয়েছে কোন রাজ্য (Educated State)?

Educated State

ভারতে সাক্ষরতার হার সবথেকে বেশি দক্ষিণের রাজ্য কেরলে (Kerala)। কেরলে মোট সাক্ষরতার হার ৯৪%। অর্থাৎ কেরল হচ্ছে ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য (Educated State)। কেরলে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৬ শতাংশ। এই রাজ্যের মহিলাদের মধ্যে সাক্ষরতার হার ৯২ শতাংশ। তারপরেই রয়েছে লাক্ষাদ্বীপ।

আরোও পড়ুন : ৯ আগস্ট সেমিনার হলে ঘোরাঘুরি আন্দোলনকারীদের কয়েকজনের! CBI-এর হাতে চাঞ্চল্যকর ভিডিও

লাক্ষাদ্বীপে সাক্ষরতার হার ৯১.৮৫%। এই রাজ্যে পুরুষদের সাক্ষরতার হার ৯৫.৫৬ শতাংশ ও মহিলাদের সাক্ষরতার হার ৮৭.৯৬ শতাংশ। তবে ভারতের সবথেকে বুদ্ধিমান বা জিনিয়াসদের রাজ্য বলা হয় তামিলনাড়ুকে। প্রাচীন যুগ থেকেই ভারতের (India) এই অঞ্চল বিজ্ঞান ও অংকে অনেকটাই এগিয়ে।

0fba9bef8d631d81f7b044aa66fda18e

গুগলের অভিভাবক সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই তামিলনাড়ুরই বাসিন্দা ছিলেন। প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তামিলনাড়ুতে। ভারতের প্রযুক্তি ক্ষেত্র ও আইটি সেক্টরে সবথেকে বেশি তামিলনাড়ুর ছেলেমেয়েদের দেখা যায়। বিজ্ঞান গবেষণায় তামিলনাড়ু বহু শতাব্দী ধরেই অনস্বীকার্য অবদান রেখে আসছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর