বাংলা হান্ট ডেস্কঃ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অভিযোগ ওঠে, তাঁর গাড়ির তলায় ‘চাপা’ পড়েছে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। বর্তমানে তিনি কেপিসি হাসপাতালে ভর্তি। এবার সেই ইন্দ্রানুজের বাবা অমিত রায়কে ফোন করলেন শিক্ষামন্ত্রী।
ব্রাত্যর (Bratya Basu) সঙ্গে কী কথা হল ইন্দ্রানুজের বাবার?
রবিবার একটি সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তিনি ইন্দ্রানুজের পরিবারের সঙ্গে দেখা করবেন। সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমেরই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মঙ্গলবার সকালে যাদবপুরের আহত ছাত্রের বাবাকে ফোন করেন ব্রাত্য। কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন ইন্দ্রানুজের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
শিক্ষামন্ত্রী অমিতবাবুকে বলেন, সম্পূর্ণ ঘটনায় তিনি ও তাঁর স্ত্রী মর্মাহত। শীঘ্রই ইন্দ্রানুজের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন ব্রাত্য। এরপরেই এই নিয়ে মুখ খোলেন যাদবপুরের (JU) জখম পড়ুয়ার বাবা। শিক্ষামন্ত্রীর সঙ্গে কী কথা হল জানান তিনি।
আরও পড়ুনঃ সুযোগ পাবেন না ‘এই’ প্রার্থীরা! শিক্ষক নিয়োগ নিয়ে হঠাৎ অবস্থান বদল পর্ষদের! তোলপাড় বাংলা
অমিতবাবু বলেন, ‘সেদিনের ঘটনার জন্য টেলিফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী (Education Minister)। তিনি জানিয়েছেন, এই ধরণের পরিস্থিতি তৈরি হোক, সেটা তিনি চাননি। সম্পূর্ণ ঘটনায় তিনি নিজেও মর্মাহত’।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি তুলেছে বাম ও ডানপন্থী বেশ কয়েকটি ছাত্র সংগঠন। তবে এই দাবির সঙ্গে সহমত নন ইন্দ্রানুজের পিতা। তিনি স্পষ্ট জানিয়েছেন, সেদিনের ঘটনা অনভিপ্রেত হলেও, শিক্ষামন্ত্রীর ইস্তফা চান না।
অমিতবাবু বলেন, শীঘ্রই আহত ইন্দ্রানুজের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এই সূত্রেই তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটা অনভিপ্রেত ঠিকই। তবে তার জন্য আমি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না’।