আড়াই ঘণ্টা ধরে বৈঠক! SSC কাণ্ডে চাকরিহারাদের বড় ‘আশ্বাস’ শিক্ষামন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সেই কারণে চাকরি বাতিল হয়েছে সকলের। এবার শুক্রবার সেই চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রায় আড়াই ঘণ্টা ধরে এদিন বৈঠক হয়।

শিক্ষামন্ত্রীকে নিজেদের দাবি জানান চাকরিহারাদের (SSC Recruitment Scam) প্রতিনিধিরা

দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতও সেই রায় বহাল রেখেছে। যে কারণে একধাক্কায় চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন। এদিন তাঁদের ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনের ছয় তলায় সেই বৈঠক হয়েছে। ব্রাত্য ছাড়াও সেখানে ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, রাজ্যের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও আইন শাখার আধিকারিকরা।

সুপ্রিম রায়ের পর প্রায় ২৬,০০০ শিক্ষক (School Teacher) ও শিক্ষাকর্মীর চাকরি নিয়ে একপ্রকার জটিলতা তৈরি হয়েছে। উত্তরপত্রের ‘মিরর ইমেজ’ প্রকাশ করা হলে সেই জটিলতা কাটতে পারেন বলে মনে করছেন চাকরিহারারা। সেই বিষয়ে এদিন আলোচনা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ধস্তাধস্তি থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর! এবার আমতলায় WAQF বিল বিরোধী কর্মসূচিতে ‘আক্রান্ত’ উর্দিধারীরা

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন প্রথমে চাকরিহারাদের সমস্যার কথা শোনেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যোগ্য-অযোগ্যের বিভাজন, উত্তরপত্রের ‘মিরর ইমেজ’ প্রকাশের দাবি জানান চাকরিহারাদের প্রতিনিধিরা।

এদিন বৈঠকে চাকরিহারাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সুরাহার জন্য যা যা দরকার, আইনি পরামর্শ মেনে সব কিছু করা হবে’। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, উত্তরপত্রের ‘মিরর ইমেজ’ প্রকাশ করা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা পরবর্তী সময়ে জানানো হবে।

Bratya Basu SSC recruitment scam

অন্যদিকে এদিন এসএসসি (School Service Commission) ভবনের সামনে চাকরিহারাদের জমায়েতে উপস্থিতি হন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান উঠতে শুরু করে। বিরোধিতার মুখে পড়লেও অভিজিৎ বলেন, ‘স্লোগান দিক। রাত ১২টা অবধি এখানে থাকব’।

চাকরিহারাদের প্রতিনিধিদের (SSC Recruitment Scam) সঙ্গে শিক্ষামন্ত্রী এদিন প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন। তাঁদের দাবিদাওয়া শোনেন ব্রাত্য। চাকরিহারাদের প্রতিনিধিরা নিজেদের দাবিদাওয়া শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন। 

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X