বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Vote)। আর তার আগে যে খবর বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তা হল, রাজনীতিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের আগেই হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। মঙ্গলবারই, শীঘ্রই তিনি ইস্তফা দেবেন।
এতদিন বিচারপতি হিসেবে সত্যের পক্ষে অবিচল ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার রায়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে চাকরিপ্রার্থীরা। কাউকে রেয়াত নয়। গত দুবছর থেকে একাধিক দুর্নীতির মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিয়ে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি। সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন ভগবান। আর সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ই এবার নামছেন রাজনীতির ময়দানে। যা নিয়ে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ।
কোন দলে যোগ দিচ্ছেন তিনি? এই বিষয়ে বিচারপতি বলেন, ‘ অনেক রাজনৈতিক দল আছে। বাম, কংগ্রেস, বিজেপি আছে। ছোট ছোট দলও আছে। তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই।’ সূত্রের খবর, বিজেপিতে যোগদান করতে পারেন বিচারপতি। লোকসভা নির্বাচনেও নাকি প্রার্থী হতে পারেন তিনি। এই নিয়েই যখন শোরগোল চলছে তখন চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ জাস্টিস গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে তৃণমূলে যোগদানের জন্য় আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)।
রবিবার ভাঙরে তৃণমূলের সভা থেকে ব্রাত্য বলেন, ‘ভারতের মত গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনও রাজনৈতিক দলে যেতেই পারেন। আমার মনে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যে জল্পনা রটেছে সেটা যতক্ষণ না উনি নিজে বলছেন কোন দল থেকে উনি লড়বেন বা কোন দলে যোগ দেবেন খোলসা করে বলেননি। তবে সমাজে ওনার যে ভাবমূর্তি রয়েছে তাতে আমার বক্তব্য উনি যদি একটা স্বতন্ত্র দল খোলেন, যেরকমটা মমতা বন্দ্যোপাধ্য়ায় করেছিলেন।’
আরও পড়ুন: লোকসভার আগে বিরাট ঝটকা! হঠাৎই তৃণমূল ছেড়ে BJP-তে যাচ্ছেন এই দুই হেভিওয়েট
বিচারপতিকে তৃণমূলে যোগদানের জন্য আহ্বান করে শিক্ষামন্ত্রী আরও বলেন,’ বিচারব্যবস্থার প্রতি যদিও উনি সত্যি নিরপেক্ষ থেকে থাকেন তবে তৃণমূলে যোগ দিতে পারেন। যদি বিজেপিতে, বা সিপিএমে বা জোটের দলে যান তাহলে ওনার সম্পর্কে সমাজে যে ধারণা আছে তাতে অনেক মানুষ হতাশ হবেন। আমার এটা মনে হয়। আমি অবশ্যই মনে করি তার রাজনীতি করার অধিকার রয়েছে। তবে যদিও করেন তাহলে আমি চাইব নতুন দল করুন বা আমাদের দলে আসুন।’