‘আদালতের সঙ্গে সহমত’! রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভোট নিয়ে বড় ঘোষণা করলেন ব্রাত্য বসু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026)। বাংলার ‘মসনদ’ দখলের লড়াইয়ে নেমে পড়বে প্রত্যেকটি রাজনৈতিক দল। তার আগে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে ছাত্র সংসদের ভোট নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনা ভীষণই দরকার, বলেন তিনি।

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে কী বললেন ব্রাত্য (Bratya Basu)?

বেশ কয়েক বছর হয়ে গেল বাংলার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের ভোট হয়নি। এর ফলে শিক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ ক্রমবর্ধমান। নানান মহল থেকে নির্বাচনের দাবি উঠছে। সম্প্রতি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।

কয়েকদিন আগেই উচ্চ আদালতের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘আপনাদের (রাজ্য) একটা অবস্থান নিতে হবে। ছাত্র ভোট না হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে’। এই বিষয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর কী ভাবনাচিন্তা করছে সেটা হলফনামা আকারে আদালতে জমা করার নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য খারাপ খবর! পেনশন, বেতন বৃদ্ধি নিয়ে সামনে বড় আপডেট

এই আবহে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার বোলপুরের একটি সমাবেশ থেকে রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভোট (Student Elections) নিয়ে বড়সড় ঘোষণা করেন তিনি। ব্রাত্য বলেন, ‘কলেজে ছাত্র সংসদের ভোট নিয়ে আদালত যা বলেছে, সেটা নিয়ে সহমত। সম্পূর্ণ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা খুবই দরকার। আমি আগেও বলেছি, এখনও বলছি, ছাত্র সংসদের ভোট হবে। সেটা এই বছরই করার ভাবনাচিন্তা চলছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে’।

Bratya Basu Trinamool Congress

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট হয়নি। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। সম্প্রতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। এই আবহে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। চলতি বছরই এই নির্বাচন করার কথা ভাবা হচ্ছে বলে জানালেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X