বাংলা হান্ট ডেস্কঃ সোমবার প্রকাশিত হয়নি যোগ্য-অযোগ্যর তালিকা। এরপরেই ধৈর্যের বাঁধ ভাঙে এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরিহারাদের। আচার্য সদনের বাইরে রাতভর অবস্থান করেন তাঁরা। ভেতরে ‘অফিস-বন্দি’ হয়ে থাকেন স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা। এই আবহে বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অযোগ্য তালিকার বাইরে কতজন রয়েছেন? কেন যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশিত হয়নি? জানালেন তিনি।
চাকরিহারাদের (SSC Recruitment Scam) উদ্দেশে বড় বার্তা শিক্ষামন্ত্রীর!
সাংবাদিক সম্মেলনের শুরুতেই ব্রাত্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছেন। স্কুল শিক্ষা দফতরও সবসময় তাঁদের স্বার্থেই কাজ করছে। ‘বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে। আমরা রিভিউ পিটিশন করছি’, বলেন তিনি।
শিক্ষামন্ত্রী এদিন বলেন, এখনও আইনি প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার বিষয়ে রাজ্য দায়বদ্ধ বলে জানান তিনি। সেই সঙ্গেই স্মরণ করিয়ে দেন, ‘আমাদের সরকার, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সুপ্রিম কোর্ট চলতি বছরের ৩১ ডিসেম্বর অবধি উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যেতে বলেছে’।
আরও পড়ুনঃ ‘যারা উস্কাচ্ছে তাঁরা টাকা দেবে না, সরকার আপনাদের মাইনে দেবে’! চাকরিহারাদের উদ্দেশে বার্তা মমতার
চাকরিহারাদের উদ্দেশে এদিন ব্রাত্য বলেন, আপনাদের জন্যই স্কুল সার্ভিস কমিশন (SSC) লড়াই করছে। রাজ্যও তাদের পাশে রয়েছে, বলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্যর কথায়, ‘আমরা রিভিউ পিটিশন করছি। সেই জন্য এমন কিছু করা উচিত নয়, যা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয় অথবা আপনাদের বা আমাদের আদালত অবমাননা হয়… সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী উপযুক্ত শিক্ষকদের ৩১ ডিসেম্বর অবধি বিদ্যালয়ে যোগ দিতে অনুরোধ করছি। মাইনের বিষয়ে আমাদের দফতরের কাজ চলছে। আমরা এটি নিশ্চিত করার দায়িত্ব নিচ্ছি’।
শিক্ষামন্ত্রী এদিন জানান, তাঁরা আইনি পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে এগোচ্ছেন। ‘আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা আপনাদের কাজ করুন’, বলেন তিনি। সেই সঙ্গেই যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ না হওয়ারও কারণ জানান ব্রাত্য। আইনি পরামর্শ না মেলায় তালিকা প্রকাশিত হয়নি বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, ১৭২০৬ জন অযোগ্য তালিকার বাইরে রয়েছেন।
ব্রাত্যর কথায়, ‘আমাদের কাছে ভাগ আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। এমন কোনও কাজ করবেন না অথবা এমন কিছু করতে বাধ্য করবেন না, যাতে আপনাদের বিপক্ষে রিভিউ পিটিশন চলে যায়’।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় এসএসসি (SSC Recruitment Scam) ভবনের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সোমবার মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।