ঠিক কতদূর পড়াশোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সঠিক তথ্য জানেন না অনেকেই

বাংলা হান্ট ডেস্কঃ মোদী হোক বা মমতা, আমাদের দেশের রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications) নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। তবে আজকাল ইন্টারনেট এর যুগে সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের পড়াশোনা নিয়ে নানা ভুয়ো তথ্য ঘুরে বেড়ায়। তবে আজ আমরা আপনাকে দেব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের অন্যতম জনপ্রিয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিক্ষাগত যোগ্যতা নিয়ে সঠিক তথ্য।

২০১১ সালের রাজ্যে শাসকদলের পালাবদলের পর বাংলায় মুখ্যমন্ত্রীর আসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে নির্বাচনে প্রার্থী হতে গেলে তার আগে প্রার্থীকে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিতে হয়। তাতে আয়, আয়ের উৎস, একাধিক বিষয়ের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা নিয়েও তথ্য দিতে হয়।

আরও পড়ুন: ৫ কাউন্সিলরের বিরাট পাল্টি! বুধেই ঘুরে গেল খেল, ঝালদার ঘটনায় প্রশ্নের মুখে INDIA জোট

শেষ ২০২১ সালে ভবানীপুর বিধানসভার উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় যে হলফনামা তৃণমূল সুপ্রিমো জমা দিয়েছিলেন। তাতে নিজের শিক্ষাগত যোগ্যতারও উল্লেখ করেছেন তিনি। সেই হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী,

Highest Educational Qualifications:-

(Give details of highest School/University education mentioning the full form of the certificate/ diploma / degree course, name of the School / College / University and the year in which the course was completed.)

a) Passed Secondary Examination from Deshbandhu Sishu Sikshlaya in the year 1970. b) Graduation (BA) from Jogamaya Devi College (Calcutta University) In the year 1974.

c) M. A. from Calcutta University in the year 1977 ( Examination held in the year 1979). d) LLB from Jogesh Chandra Chaudhury College of Law under the Calcutta University in the year 1982.

(e) B.Ed. from Sri Sikshyatan (Calcutta University ) in the year 1980, Trained in Work Education.

আরও পড়ুন: বিরাট সুখবর! এবার ৯০০০ টাকা বাড়বে সরকারি কর্মীদের বেতন, দেখুন কারা রয়েছে তালিকায়

২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেসকল তথ্য দিয়েছিলেন তা থেকে জানা যায়,
১৯৭০ সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন তিনি। এরপর ১৯৭৪ সালে যোগমায়া দেবী কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক (BA) হন।

mamata 2

পরবর্তীতে ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই মাস্টার্স পাশ করেন। এরপর ১৯৮০ সালে শ্রী শিক্ষাতন (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে B.Ed কর্মশিক্ষায় প্রশিক্ষিত, ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি (LLB) পাশ করেন মমতা বন্দোপাধ্যায়। তো এই রইল তৃণমূল সুপ্রিমোর শিক্ষাগত যোগ্যতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর