১ লা মে থেকেই বন্ধ উৎপাদন, দেশ জুড়ে মিলবে না ডিম-মুরগি! বড় ঘোষণা পোলট্রি অ্যাসোসিয়েশনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : লাগাতার লোকসানের মুখে পোলট্রি শিল্প। তার মধ্যে আবার সিন্ডিকেটের উৎপাত। দুইয়ের ঠেলায় এবার বড় পদক্ষেপ করল পোলট্রি অ্যাসোসিয়েশন। আগামী ১ লা মে থেকেই দেশ জুড়ে শুরু হতে চলেছে ডিম (Egg) এবং মুরগির আকাল। কারণ আগামী মাসের শুরু থেকেই দেশ জুড়ে সমস্ত ডিম এবং মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা করেছে পোলট্রি অ্যাসোসিয়েশন। এর জেরে কার্যত মাথায় হাত আম জনতার।

এইদিন থেকেই আর পাওয়া যাবে না ডিম (Egg) মুরগি

১ লা মে থেকেই দেশ জুড়ে ডিম (Egg) এবং মুরগি উৎপাদন বন্ধ হতে চলেছে। তবে চিন্তার কারণ নেই। কারণ এদেশে এমনটা ঘটছে না। সমস্ত কাণ্ডকারখানা ঘটছে প্রতিবেশী বাংলাদেশে। অভিযোগ উঠেছে, পোলট্রি শিল্পে সিন্ডিকেট দৌরাত্ম্যের জেরে ইদের ভরা মরশুমেও বড়সড় লোকসানের মুখে পড়তে হচ্ছে খামারিদের।

Egg and chicken will not be available from may

প্রচুর লোকসানের মুখে খামারিরা: রমজান মাসে এবং তারপর ইদ উপলক্ষে বাংলাদেশের প্রান্তিক খামারিরা দৈনিক প্রায় ২০ লক্ষ কেজি মুরগি উৎপাদন করেছে। প্রতি কেজিতে ৩০ টাকা লোকসান হওয়ায় এক মাসে প্রায় ৯০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৩ কোটি ডিম (Egg) উৎপাদন হয়েছে এই মরশুমে। ডিম প্রতি ২ টাকা করে লোকসান হওয়ায় দু মাসে ডিম উৎপাদনে লোকসান হয়েছে ৩৬০ কোটি টাকা।

আরো পড়ুন : ভিন্ন জাতের যুবতীকে ধর্ষণের অভিযোগ, গরুর গাড়িতে বেঁধে, নগ্ন করে গ্রামে ঘোরানো হল যুবককে

কত লোকসান হয়েছে দু মাসে: ইদের মরশুমে দু মাসে ডিম (Egg) এবং মুরগি খাতে মোট লোকসানের পরিমাণ প্রায় ১২৬০ কোটি টাকা। এমতাবস্থায় এই বিপুল লোকসানের জেরে দেশজুড়ে প্রান্তিক খামারিদের মধ্যে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। বিপুল ক্ষতির মুখে পড়েছেন ডিম এবং মুরগি উৎপাদনকারী খামারিরা। এদিকে সরকার সম্পূর্ণ নীরব।

আরো পড়ুন : সব মাপকাঠিতেই সবার নীচে! দেশের মধ্যে ১৭ নম্বরে জায়গা হল পশ্চিমবঙ্গের!

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পোলট্রি অ্যাসোসিয়েশনের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন বহু খামার বন্ধ হচ্ছে। একসময় পোলট্রি খাত থেকে দেশের প্রচুর আয় হত। অন্যতম কর্মসংস্থানের উৎস ছিল তা। কিন্তু এখন তা কার্যত ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে! সরকার সিন্ডিকেট ভাঙতে যতক্ষণ না কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে ততক্ষণ এই কর্মসূচি চলবে বলে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X