বাংলায় সস্তা পোল্ট্রির ডিম, হু হু করে কমছে দাম! রইল আজকের রেট

বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানেই জমিয়ে খাওয়ার সময়। অনেকেই ভাবেন শীতকালে একটু মন ভরে ডিম খাবেন। এবার সেই ইচ্ছা যেন দ্বিগুণ হতে চলেছে। দিন কয়েক আগে থেকেই কমতে শুরু করেছে ডিমের দাম। যদিও কিছুদিন আগে পর্যন্ত ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে কিছুটা চিন্তিত ছিল আমজনতা, তবে এবার একই সপ্তাহের মধ্যেই দুবার দাম কমতেই যেন হাঁফ ছেড়ে বাঁচলো বঙ্গবাসী।

পোল্ট্রির মুরগির ডিমের দাম দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী ছিল। এরপর ডিমের মূল্যে পতন দেখা গিয়েছে। ডিমের দাম ডিসেম্বর মাসে সর্বনিম্ন দরে পৌঁছেছে। এই বছর ডিমের দাম অক্টোবর মাসের আগে থেকেই বাড়তে শুরু করে। ডিসেম্বর মাসে ডিমের দাম পৌঁছায় রেকর্ড উচ্চতায়। এরপর টানা ১৭ দিন ডিমের দাম থাকে উর্ধ্বমুখী। তিন সপ্তাহ পর এই সপ্তাহের শুরুতে ডিমের দাম কমে কিছুটা।

এই নিয়ে পোল্ট্রির মুরগির ডিমের দাম এক সপ্তাহে দুবার সস্তা হল। ডিসেম্বর মাসে ডিমের দাম এই নিয়ে কমলো মোট তিনবার। এর আগে ডিমের দাম কিছুটা কমেছিল ৯ ও ২৪ ডিসেম্বর। জোড়ায় ২০ পয়সা করে পাইকারি বাজারে ৯ ডিসেম্বর সস্তা হয় ডিম। এরপর পোলট্রির মুরগির ডিমের দাম আরও ৫৪ পয়সা কমে গত ২৪ ডিসেম্বর। এবার আরও সস্তা হল ২০ পয়সা। সব মিলিয়ে একজোড়া ডিমের দাম ডিসেম্বর মাসে ৯৪ পয়সা কমেছে।

bowl full of eggs

পাইকারি বাজারে ডিমের দাম সস্তা হলেও খুচরো বাজারে কিন্তু ডিমের দাম কমেনি। এখনও ৭ টাকা প্রতি পিসে ডিম বিক্রি হচ্ছে খোলা বাজারে। ১৪ টাকা জোড়ায় বিক্রি হচ্ছে পোল্ট্রির মুরগির ডিম। ৭ টাকা ২৬ পয়সায় এক পিস ডিম বিক্রি হচ্ছে সুপার মার্কেটে। মুরগির ডিমের দাম পাইকারি বাজারে কিছুদিন আগেও ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা। বর্তমানে পোল্ট্রি মুরগির ডিমের দাম কমে হয়েছে ১৭০ থেকে ১৭৫ টাকা। এই দাম কিছুটা বেশি খুচরা বাজারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর