কাক ভোরে হিন্দমোটরের ডিম ব্যবসায়ীকে গুলি, আহতের স্কুটি নিয়ে চম্পট দুষ্কৃতীদের

বাংলা হান্ট ডেস্কঃ কাক ভোরে হুগলির হিন্দমোটরে (Hooghly Hindmotor) এক ডিম ব্যবসায়ীকে (Egg Trader) গুলি (Firing) করার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার ভোর চারটে নাগাদ ডিমের গাড়ি আনলোড করতে ঘোষপাড়া গঙ্গার ঘাটে যান রাজীব সরকার(৪০) নামের ওই ব্যবসায়ী। সেই সময়ই তার বিরুদ্ধে গুলি চালানো হয় বলে অভিযোগ।

উত্তরপাড়ায় ক্রমশ বেড়েই চলেছে অপরাধমূলক কার্যকলাপ! আজ যেন ফের তারই নিদর্শন মিললো। রাজীব নামের ওই ডিম ব্যবসায়ীর উপর প্রথমে ছুরি তারপর বন্দুক নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। ডিম ব্যবসায়ীকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তড়িঘড়ি আহত অবস্থায় ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে উত্তরপাড়ার নার্সিংহোমে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।

নিজের ওপর হামলা প্রসঙ্গে ব্যবসায়ী বলেন, অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিমের গাড়ি খালি করতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই মাঝপথে রাস্তা আটকে দাঁড়ায় তিন চার জন দুষ্কৃতী। ভোর বেলা মুখ ঢাকা ৫-৬ জন দুষ্কৃতী এসে আক্রমণ তার ওপর। প্রথমে ছুরি চালায় ছুরির আঘাত থেকে বাঁচতে মাটিতে পরে যান ব্যবসায়ী। মোবাইল বের করার চেষ্টা করতেই বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়। এরপর ব্যবসায়ীর স্কুটি নিয়ে চম্পদ দেয় দুষ্কৃতিরা।

তিনি জানান, “আমি প্রতিদিনের মতোই কাজে গিয়েছিলাম। সে সময়৫-৬ এসে ঘিরে ঘরে। তাদের মুখে গামছা বাঁধা ছিল। আমি কাউকেই চিনতে পারিনি। আমাকে গুলি করে চলে যায়।”

shootout

গুলি চালনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার বা পুরনো বিবাদের জেরেই এই হামলা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, ব্যবসায়ীর উপর আক্রমণের মোটিভ খোঁজার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর