বাংলাহান্ট ডেস্ক : ঈদ-ই-মিলাদ এর ছুটিতে শেষ মুহূর্তে পরিবর্তন করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এই ছুটি নিয়ে অনেকদিন আগে থেকেই তৈরি হচ্ছিল বিভ্রান্তি। ২৮ নাকি ২৯ সেপ্টেম্বর, কোন শহরে কবে ঈদ-ই-মিলাদ এর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে তা অনেকের কাছেই বিভ্রান্তি হয়ে দাঁড়িয়েছিল। দিল্লি-এনসিআর-এর ব্যাঙ্কগুলিতেও ২৮ সেপ্টেম্বর ছুটি রয়েছে ব্যাঙ্কে।
তবে আরবিআই জানাচ্ছে ২৯ শে সেপ্টেম্বর থাকতে চলেছে ঈদ-ই-মিলাদ এর ছুটি। ছুটি বাতিলের ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আরবিআই এর পক্ষ থেকে। মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, রিজার্ভ ব্যাঙ্ক ২৯ সেপ্টেম্বর ব্যাঙ্ক ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ২৮ এবং ২৯ সেপ্টেম্বর দুদিনই খোলা থাকবে GSec, ফরেক্স, মানি, রুপি ইন্টারেস্ট ডেরিভেটিভ মার্কেট।
আরোও পড়ুন : নিজের প্রাণের তোয়াক্কা না করে বাঁচিয়েছিল বহু যাত্রীকে, সেই সাহসী খুদেকে মাত্র ১৫০০ টাকা পুরস্কার রেলের
ত্রৈমাসিক এবং অর্ধ-বার্ষিক বন্ধের কথা মাথায় রেখে, GSec, ফরেক্স, মানি, রুপি ইন্টারেস্ট ডেরিভেটিভ মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি ইত্যাদি জায়গায় ঈদ-ই-মিলাদ উপলক্ষে ছুটি রয়েছে ২৮ সেপ্টেম্বর।
কিন্তু মহারাষ্ট্রে ২৮ তারিখের বদলে ২৯ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। গ্যাংটক, জম্মু এবং শ্রীনগরেও ২৯ তারিখে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ঈদে মিলাদ-উন-নবীর ছুটি ২৯ তারিখ করার কারণ হল সেদিন মহারাষ্ট্রে রয়েছে গণেশ বিসর্জন। এই দুই উৎসব উপলক্ষে মহারাষ্ট্রের বিশাল মিছিল হয়। তাই এই মিছিল উপলক্ষে যাতে কোনও রকম গন্ডগোল না হয় সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের সরকার।