বাংলাহান্ট ডেস্ক : সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। প্রতি বছরের মতো চলতি বছরেও দিল্লির জামা মসজিদে নমাজ আদায় উপলক্ষে জড়ো হন বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষজন (Narendra Modi)। তবে এদিন তাদের অনেকের হাতেই দেখা গিয়েছে কালো আর্মব্যান্ড। উল্লেখ্য, ওয়াকফ বোর্ড সংশোধনী আইনের প্রতিবাদ জানাতেই ওই আর্মব্যান্ড পরেছেন অনেকে।
দিল্লিতে ইদের নমাজে ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ (Narendra Modi)
যদিও সকলেই যে প্রতিবাদে সামিল হয়েছিলেন তা কিন্তু নয়। এ বিষয়ে নমাজের পর এক ব্যক্তি সংবাদ মাধ্যমে মুখ খোলেন। তাঁর মতে, ইদের পবিত্র দিনে কালো ব্যান্ড পরে প্রতিবাদ অপ্রয়োজনীয়। তিনি বলেন, এদিন সকলে প্রার্থনা করেছেন, দেশ যাতে আরো উন্নতি করে। গঙ্গা যমুনার ‘তেহজিব’কে সর্বদা বজায় রাখতে হবে। যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিবাদ জানাতে চায়, তবে তা অন্য উপায়ে করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবাদের বিরোধিতায় সরব: ওই ব্যক্তি আরো বলেন, ইদ উপলক্ষে সকলেই এখানে আনন্দ করার জন্য জড়ো হয়েছেন। প্রতিবাদ করতে নয়। এসব ভুল বার্তা প্রেরণ করে। ইদ মুসলিমদের সবথেকে বড় উৎসব। আজ দেশের (Narendra Modi) উন্নতির সঙ্গে সঙ্গে ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে তার জন্যও প্রার্থনা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : শুধু আদানি-অম্বানি নয়! ভারতের ধনকুবেরদের মিলিত সম্পত্তি টেক্কা দিচ্ছে এই মুসলিম দেশকে
নমাজে প্রার্থনা মোদীর জন্য: এরপরেই ওই ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেও প্রার্থনা করা হয়েছে। সওগাত-এ-মোদীর প্রশংসা করে তিনি বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। এই উপহার দিয়ে মুসলিমরা আজ খুব ভালো ভাবে ইদ উদযাপন করতে পারবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আরো পড়ুন : সুদীপা অগ্নিদেবের আদুরে পুত্র, আদিদেব কোন স্কুলে পড়ে জানেন? পড়ার খরচই বা কত?
প্রসঙ্গত, এদিন রাজস্থানেও নিরাপত্তার মধ্যেই পালিত হয়েছে ইদ। ইদগাহে সকালে নমাজ আদায় করার সময়ে মুসলিমদের উপরে ফুল বর্ষণ করতে থাকেন গেরুয়া পরিহিত হিন্দু ব্যক্তিরা।
#WATCH | Delhi: After offering Namaz at Jama Masjid on the occasion of #EidAlFitr, a devotee says “…I think this is needless. If All India Muslim Personal Law Board has to protest, they can do it in other ways. On the occasion of Eid, we all have come here to celebrate and not… pic.twitter.com/ldlzSNaK3a
— ANI (@ANI) March 31, 2025