বাংলা হান্ট ডেস্কঃ অমিত শাহের (Amit Shah) অফিসের বাইরে তিন ঘন্টা ধরে বসে থাকলেও মিলল না দেখা করার সুযোগ! বিজেপির (Bharatiya Janata Party) প্রাক্তন সিনিয়র এবং বর্তমানে এনসিপি (NCP) নেতা একনাথ খড়সে প্রসঙ্গে এহেন গুরুতর অভিযোগ সামনে আনলেন মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপি নেতা গিরিশ মহাজন। যদিও তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছেন NCP নেতা একনাথ। তবে একইসঙ্গে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি মেনে নিয়েছেন তিনি। ফলে সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে মহারাষ্ট্র রাজনীতি।
উল্লেখ্য, অতীতে দীর্ঘ সময় ধরে বিজেপিতে থাকলেও পরবর্তীতে শরদ পাওয়ারের এনসিপিতে যোগদান করেন একনাথ খড়সে। তবে এই মুহূর্তে তিনি পুনরায় একবার পুরানো দলে ফিরতে চান বলে দাবি মহারাষ্ট্র বিজেপি নেতৃত্বের। এমনকি, এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেবেন্দ্র ফড়নবিশকে ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও দাবি গিরিশ মহাজনের।
তিনি বলেন, “আমাদের কাছে খবর আছে, একনাথ খড়সে এবং তাঁর পুত্রবধূ রক্ষা খড়সে অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য দিল্লি রওনা দিয়েছেন। ওরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে তিন ঘন্টা ধরে বসে থাকলেও পরবর্তীতে দেখা করার সুযোগ পায়নি। এই কথাটা আমি অন্য কোথাও থেকে জানিনি, বরং রক্ষা নিজেই আমাকে বলেছে এ কথা। এর থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, আমাদের দল তাঁকে ফেরাতে ইচ্ছুক নয়।”
তিনি আরো বলেন, “একনাথ কয়েকদিন পূর্বেই আমার সাথে আলোচনা করার সময় মতভেদ গুলো সমাধান করার কথা জানায়। ও বিজেপিতে ফিরে আসতে চায়। ৪০ বছর ধরে বিজেপি করলেও পরবর্তীতে এনসিপি-তে চলে যায় একনাথ। তবে এখন আবার পুরনো দলে ফিরে আসতে চাইছে।”
এই প্রসঙ্গে যদিও বিজেপি নেতার দাবি উড়িয়ে দিয়েছেন একনাথ। তিনি বলেন, “আমি অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এটা সঠিক। কিন্তু তিন ঘন্টার যে কাহিনী তুলে ধরা হচ্ছে, সেটা মিথ্যে। আমাদের মধ্যে সাক্ষাৎ না হলেও পরবর্তীতে ফোনে কথা হয়েছে। রক্ষার সঙ্গে কথাকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে।”
সম্প্রতি, মহারাষ্ট্রে পতন হয়েছে শিবসেনা-এনসিপি সরকারের। ক্ষমতায় এসেছে বিজেপি-একনাথ শিন্ডে জোট। এই পরিস্থিতিতে এনসিপি থেকে যদি আরও এক সিনিয়র নেতা বেরিয়ে যায়, তাহলে দলের পরিস্থিতি কি হবে, তা নিয়ে উদ্বিগ্ন শরদ পাওয়ার। ফলে পরবর্তী সময় মহারাষ্ট্র রাজনীতি নয়া কোন মোড় নেয়, সেটাই দেখার।