বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরে টালবাহানার পর অবশেষে সকল জল্পনার অবসান ঘটলো মহারাষ্ট্রে। সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়ি দ্বারা আস্থা ভোট করার নির্দেশ দেওয়া হয়। এরপর গতকাল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখলে তৎক্ষণাৎ ফেসবুক লাইভ করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। এর পরেই একনাথ শিন্ডে সহ বিজেপির ক্ষমতা দখল এক প্রকার নিশ্চিত হয়ে যায় আর এবার সেই জল্পনাকে বাস্তব রূপ দিয়ে শিবসেনা নেতাকে মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়ণবিশ।
এক্ষেত্রে অবশ্য সূত্র মারফত খবর মিলেছিল যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে চলেছেন ফড়ণবিশ। তবে শেষ পর্যন্ত নিজে নয়, বরং শিবসেনা নেতা একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন তিনি। আজ সন্ধ্যে সাড়ে সাতটার সময় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথাও রয়েছে শিন্ডের।
ইতিমধ্যে সূত্র মারফতে জানা গিয়েছে যে, মহারাষ্ট্রে নতুন সরকারে মোট 38 জন মন্ত্রী স্থান পেতে চলেছেন।সূত্র মারফত এও জানা গিয়েছে যে, মন্ত্রিসভায় মোট 25 জন সদস্য থাকতে চলেছে বিজেপির। এক্ষেত্রে ক্যাবিনেট মন্ত্রীসংখ্যা 20 এবং পাঁচজনকে রাজ্য মন্ত্রী পদ দেওয়া হবে। অপরদিকে, একনাথ শিন্ডের দল থেকে ক্যাবিনেট পদে যেতে চলেছেন 9 জন এবং রাজ্যমন্ত্রী পদে স্থান পাবেন 4 জন। এক্ষেত্রে চন্দ্রকাত দাদা পাটিল, সম্ভাজি পাটিল এবং চন্দ্রশেখরেরর মত নামকরা নেতারা মন্ত্রীসভার স্থান পেতে চলেছেন বলে জানা গিয়েছে। তবে মন্ত্রিসভায় যাবেন না দেবেন্দ্র ফড়ণবিশ। এক্ষেত্রে অবশ্য নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর আরো বহু খবর সামনে আসতে চলেছে বলে খবর।