বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপির মহাজুটি জোট সরকার। কিন্তু বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করলেও এখনো পর্যন্ত মহাজুটির অন্দরের টালমাটাল পরিস্থিতিতে কে হবেন মহারাষ্ট্রের আসন্ন মুখ্যমন্ত্রী? তা কিছুতেই ঠিক করে উঠতে পারছে না দল।
প্রধানমন্ত্রী (Narendra Modi) যা বলবেন সেটাই মেনে নেবেন শিন্ডে
এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মন্তব্য উস্কে দিল আরও এক নতুন জল্পনা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) কোর্টে বল ঠেলেই এদিন শিন্ডে জানালেন, ‘প্রধানমন্ত্রী (Narendra Modi) যা বলবেন তাই হবে’। দেখতে গেলে মারাঠাভূমে একপ্রকার একপেশে জয়লাভ করেছে বিজেপি। তারপরেও দেবেন্দ্র ফড়ণবিসকেই মুখ্যমন্ত্রী করার ব্যাপারে এক প্রকার মনস্থির করে ফেলেছিল গেরুয়া শিবির।
তবে জোট সঙ্গী একনাথ শিন্ডের অনড় মনোভাবের কারণে এক পা এগিয়েও দু-পা পিছিয়ে যেতে হচ্ছে বিজেপিকে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলে বসলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে আমি কোনও বাধা হয়ে দাঁড়াব না। তিনি যা বলবেন আমি সেটাই মেনে নেব।’
আরও পড়ুন: বাংলাদেশ হাইকমিশনার ঘেরাও শুভেন্দুর! চিন্ময়কৃষ্ণকে মুক্তি না দিলে ভিসা বাতিলের হুঁশিয়ারি
শুধু তাই নয়,সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শিন্ডে স্পষ্ট জানান তিনি লোভী নন, তাই কোন পদের জন্যই তিনি লোভ করেন না। এছাড়া মুখ্যমন্ত্রীত্বের পদ নিয়ে জলঘোলার কারণে তাঁর মনে কোন দুঃখ নেই বলেই জানিয়েছেন শিন্ডে। অন্যদিকে বিহার মডেলের প্রসঙ্গ টেনে এনে শিন্ডে সোনার মুখপাত্র নরেশ মাশকে বলেছেন, ‘বিহারে যেমন বিজেপি আসনসংখ্যার দিকে না-তাকিয়ে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল, তেমনই এখানেও শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়া উচিত।’
পাশাপাশি এই শিন্ডে শিবির স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পরিস্থিতি যাই হোক তাঁরা মহাজুটি ছাড়ছেন না আপাতত। এপ্রসঙ্গে দলের মুখপাত্র নরেশ মাশকে বুধবার বলেছেন, ‘আমরা উদ্ধব ঠাকরের মতো নই। মুখ্যমন্ত্রী পদ না পেলেও জোট ছাড়ব না। মহাজুটির অন্য সদস্যরা ঐক্যমতের ভিত্তিতে যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।’ তাই আপাতত সবার নজর বিজেপির দিকেই। সুত্রের খবর দিল্লিতে তিন দলের নেতারা বৈঠকে বসার পরেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।